সবে মাত্র টিম ইন্ডিয়ার স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই ভারতের পরবর্তী অধিনায়ক হিসেব সম্ভাব্য চারজনের বিকল্প বেছে নিলেন রবি শাস্ত্রী। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, তবে কি হিটম্যানে আস্থা নেই টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের? শাস্ত্রীর ধারণা, আগামী ২-৩ বছরের মধ্যেই টিম ইন্ডিয়াকে নতুন ক্যাপ্টেনের খোঁজ করতে হবে। কারণ হিসেবে রোহিতের বয়সের দিকেই ইঙ্গিত করেছেন শাস্ত্রী।
ESPNCricinfo-র আলোচনায় রবি শাস্ত্রী বলেন, ‘রোহিতের বয়স কমছে না। বিরাটেরও বয়স কমবে না। দু-তিন বছরের মধ্যে কে ক্যাপ্টেন হবে, সেদিকে নজর দিতে হবে বোর্ডকে।’ট্রেন্ডিং স্টোরিজ
শাস্ত্রী এক্ষেত্রে আইপিএল দলগুলিকে নতৃত্ব দেওয়া ভারতীয় তারকাদের মধ্যেই কেউ ভবিষ্যতে জাতীয় দলের ক্যাপ্টেন হতে পারেন বলে মনে করেন। তাঁর ইঙ্গিত দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্ত, কেকেআরের শ্রেয়স আইয়ার, লখনউ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল এবং গুজরাট টাইটানসের হার্দিক পান্ডিয়ার দিকে।
শাস্ত্রী বলেন, ‘সেক্ষেত্রে আমি কোথায় খুঁজব! আমি ঋষভ পন্তের (দিল্লি ক্যাপিটালসে) দিকে তাকাব। আমি শ্রেয়স আইয়ারের (কেকেআরে) দিকে ভালো করে নজর রাখব। অবশ্যই লোকেশ রাহুল (লখনউ সুপার জায়ান্টস), যেভাবে ও দলকে সামলেছে এবং হার্দিক পান্ডিয়ার (গুজরাট টাইটানস) দিকেও।
উল্লখ্য, ঋষভ পন্ত নিজের পুরনো আইপিএল দল দিল্লির ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন এবারও। তবে শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল নিজেদের নতুন দল যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন। হার্দিককে আইপিএলে প্রথমবার পাকাপাকি নেতৃত্ব দিতে দেখা যাবে গুজরাট টাইটানসের জার্সিতে।