IPL 2022: পরের মরশুমেই আবার RCB অধিনায়ক হিসাবে ফিরতে পারেন কোহলি, চাঞ্চল্যকর দাবি সতীর্থের

গত মরশুমের মাঝপথেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। সেইমতো এ মরশুমে আরসিবির নতুন অধিনায়ক হিসাবে ফ্যাফ ডু’প্লেসিকে নিযুক্ত করা হয়েছে। তবে রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন আগামী মরশুমেই পুনরায় আরসিবির নেতা হতে পারেন কোহলি।

অশ্বিনের মতে ফ্যাফ নিজের আইপিএল কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছেন। তাই দীর্ঘদিন আরসিবিকে নেতৃত্ব দেওয়া তাঁর জন্য সম্ভবপর নয়। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘ফ্যাফ নিজের আইপিএল কেরিয়ারের শেষের দিকে চলে এসেছেন। হয়তো আর বড়জোর দুই-তিন মরশুম খেলবেন। তা সত্ত্বেও ওরা (আরসিবি) ওকে অধিনায়ক নিযুক্ত করেছে, যেটা আমার মতে ভাল সিদ্ধান্ত। ও ভীষণই অভিজ্ঞ এবং ফ্যাফ তো নিজেই বলেছে যে ওর অধিনায়কত্বে এমএস ধোনির ছাপ লক্ষ্য করা যেতে পারে।’


বিগত কয়েক বছরে বিরাট অধিনায়কত্বের দায়িত্ব সামলে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন, তাই এই মরশুমটা বিশ্রাম নিচ্ছেন বলেই তাঁর ভারতীয় সতীর্থ অশ্বিনের দাবি। ‘আমার মনে হয় যেহেতু অধিনায়ক হিসাবে বিরাট কোহলি গত কয়েক বছরে বেশ চাপের মধ্যে দিয়ে গিয়েছেন, তাই এই বছরটা ওকে একটু ব্রেক দেওয়া হয়েছে। পরের বছর ওরা হয়তো আবার ওকেই অধিনায়কের দায়িত্ব দিতে পারে বলে আমার মনে হয়।’ জানান অশ্বিন। প্রসঙ্গত, আরসিবি ২৭ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে। অপরদিকে, অশ্বিনের দল রাজস্থান রয়্যালস ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমবার মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.