রামপুরহাটের বড়টুইগ্রামে গণহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার দুপুরে একটি ভিডিয়ো বিবৃতি জারি করে এব্যাপারে নিজের উদ্বেগের কথা জানান তিনি। সঙ্গে তিনি জানিয়েছেন, এব্যাপারে অবগত হতে মুখ্যসচিবকে তথ্য দিতে নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন তাঁর ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, ‘রামপুরহাটের ভয়াবহ নৃশংসতায় আমি মর্মাহত ও বিব্রত। ডিজিপির বিবৃতি অনুসারে ঘটনায় ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা যে মুখ থুবড়ে পড়েছে এই ঘটনা তার ইঙ্গিত দেয়। আমি আগেও বারবার বলেছি, রাজ্যকে আমরা অরাজকতার আরেক নাম হতে দিতে পারি না। প্রশাসনকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠতে হবে। আমি পুলিশ আধিকারিকদের এব্যাপারে পেশাদারিভাবে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি। মুখ্যসচিবকে দ্রুত আমাকে ঘটনা সম্পর্কে অবগত করতে বলেছি। এই ঘটনায় স্পষ্ট রাজ্যে মানবাধিকার বিপন্ন, আইনের শাসন ভেঙে পড়েছে’।ট্রেন্ডিং স্টোরিজ
সোমবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বড়শাল গ্রামে খুন হন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ। এর পর রাতে গ্রামের একের পর এক বাড়িতে ভাদু শেখের অনুগামীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সূত্রের খবর ৬ মহিলা ও ২ শিশুসহ আগুনে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে ডিজি জানিয়েছেন, মৃতের সংখ্যা ৮।