গত বছর আফগানিস্তানের বুকে তালিবানের হাতে নারকীয় নৃশংসতার হাত ধরে খুন হয়েছিলেন ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকি। ঘটনার বছর ঘোরার আগেই এবার দানিশের পরিবার বড়সড় পদক্ষেপ করল। আন্তর্জাতিক আদালতে ছেলের হত্যার বিচার চেয়ে এবার মামলা দায়ের করেছে দানিশের পরিবার। পরিবারের সদস্যদের দাবি, দানিশের খুনি তালিবানের বিরুদ্ধে তদন্ত শুরু হোক এই হত্যামামলা নিয়ে। এদিন পরিবারের তরফে প্রকাশ করা হয় বিবৃতি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুলাই তলিবান অধ্যুষিত আফগানিস্তানের বুকে সাংবাদিকতার কর্তব্যে থাকা অবস্থাতেই তালিবানের হাতে খুন হতে হয় এই ভারতীয় সাংবাদিককে। বিভিন্ন রিপোর্টের খবর অনুযায়ী, দানিশকে পেশীবলে মারধররের পর তাঁকে গাড়ির চাকার তলায় পিষে হত্যা করে তালিবান। এদিকে জানা গিয়েছে, ঘটনা নিয়ে একচুল জমি ছাড়তে রাজি নয় দানিশের পরিবার। তাঁর পরিবার এদিন বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, আন্তর্জাতিক ফৌজদারী আদালতে তাঁরা ঘটনার তদন্ত দাবি করছে। আর এই তদন্ত তালিবানের বিরুদ্ধে যাতে করা হয়,তার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। দানিশের বাবা অধ্যাপক আখতার সিদ্দিকি ও মা শাহিদা সিদ্দিকি আইসিসি প্রসিকিউটারের সহায়তায় এই মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। এছাড়াও তালিবানের উচ্চপর্যায়ের নেতা ও কমান্ডারদের বিরুদ্ধে তাঁরা সরব হয়েছেন।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, ২০২১ সালে তালিবান আগ্রাসনে বিধ্বস্ত আফগানিস্তানের চিত্র সাংবাদিকতার কাজে গিয়েছিলেন দানিশ। তারপর সেখানে তিনি তালিবানের হামলার মুখে পড়েন। তাঁর অভিবাবকদের দাবি, দানিশকে প্রথমে অপহরণ করা হয়েছিল। তারপর তাঁকে প্রবল প্রহার করা হয়। দিনের পর দি অত্যাচার চালিয়ে তাঁকে হত্যা করা হয়। এরপর তাঁর দেহকেও মৃত্যুর পর ক্ষতবিক্ষত করে দিতে ছাড়েনি তালিবানরা। দানিশের পরিবারের তরফের আইনজীবী অভি সিং জানিয়েছেন, ‘তালিবানরা দানিশকে নিশানা করেছিল কারণ তিনি সাংবাদিক ছিলেন ও ভারতীয় ছিলেন। ’ তিনি জানান এই হত্যা মামলার বিচার আইসিসির আওতাধীন। আর সেই কারণেই এই মামলা দায়ের করা হচ্ছে।