অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অসবান। মেয়েদের বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হারার পর শেষমেশ জয়ের মুখ দেখল পাকিস্তান। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম চারটি ম্যাচে পাকিস্তান পরাজিত হয় যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে। নিজেদের পঞ্চম ম্যাচে বিসমাহ মারুফরা হারিয়ে দেন শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে।
বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ২০ ওভার প্রতি ইনিংসে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৯ রানে আটকে যায়। দিয়েন্দ্রা ডটিন (৩৫ বলে ২৭), স্টেফানি টেলর (৩১ বলে ১৮) ও ফ্লেচার (৭ বলে অপরাজিত ১২) ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ম্যাথিউজ ১, ক্যাম্পবেল ৭, নেশন ০ ও হেনরি ০ রানে আউট হন। ৯ রানে অপরাজিত থাকেন আলিয়া।
বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দেন নিদা দার। তিনি ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ফতিমা সানা, নাশরা সান্ধু ও ওমাইমা সোহেল। আমিন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলে ম্যাচ জিতে যায়। ওপেনার মুনিবা আলি দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। অপর ওপেনার সিদরা আমিন ৮ রান করে সাজঘরে ফেরেন। ক্যাপ্টেন বিসমাহ মারুফ অপরাজিত থাকেন ২০ রানে। ২২ রান করে নটআউট থাকেন ওমাইমা সোহেল। ৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন ফ্লেচার ও শাকিরা। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেওয়া নিদা দার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।