Omicron and Delta Together: দু’রকমের করোনা একসঙ্গে ঢুকতে পারে শরীরে, নতুন তথ্য কতটা ভয়ের? দেখুন Video

একটি করোনাতে রক্ষা নেই, তার সঙ্গে এবার যোগ দিচ্ছে অন্য একটি রূপ। হালে অনেকের ক্ষেত্রেই এমন ঘটনা দেখা গিয়েছে। একসঙ্গে ডেল্টা এবং ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাঁরা। এটি কতটা ভয়ের?

সম্প্রতি WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মেনে নেওয়া হয়েছে এই কথা। সংস্থার অন্যতম প্রধান Maria Van Kerkhove বলেছেন, করোনাভাইরাস নিজের রূপ বারবার বদলেছে। ফলে সে যে ভবিষ্যতে আরও বদলাবে না, বা চরিত্রগত পরিবর্তন আনবে না— তেমন কথা বলা যাবে না।ট্রেন্ডিং স্টোরিজ

এর আগেও Deltamicron বা Delmicron সংক্রমণের কথা বলা হয়েছিল। যদিও তখন এর সপক্ষে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যানি। এবার পরিস্থিতি আলাদা। করোনার দুই রূপ Delta এবং Omicron একসঙ্গে মানুষের দেহে সংক্রমণ ঘটাচ্ছে— তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

এই সংক্রমণ নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, করোনার দু’টি রূপ একসঙ্গে সংক্রমণ ঘটাচ্ছে, তার প্রচুর প্রমাণ পাওয়া গিয়েছে। ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাঁর বক্তব্য, WHO এই পরিস্থিতির বিষয়ে আগে থেকেই সচেতন ছিল। এমন ঘটনা যে ঘটতে পারে, তার পূর্বাভাস ছিল।

এই জোড়া আক্রমণ কতটা ভয়ের?

বিজ্ঞানীর কথায়, এটিকে এখনই খুব বেশি উদ্বেগের বলা যাচ্ছে না। তার কারণ এখনও খুব বেশি মানুষের মধ্যে এই সংক্রমণ দেখা যায়নি। ইউরোপ এবং আমেরিকা মিলিয়ে ১৭ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁদের উপর কড়া নজর রাখা হচ্ছে। আরও বেশি মানুষ এক সঙ্গে ডেল্টা এবং ওমিক্রনে আক্রান্ত হলে বোঝা যাবে, এটি কতটা ভয়ের। এমনই বলেছেন Maria Van Kerkhove।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.