ISL 2021-22: খেতাব জিতল হায়দরাবাদ, শিল্ড জামশেদপুরের, বাকি পুরস্কার পেলেন কারা?

1/6ফাইনালে ১২০ মিনিটের খেলা শেষে ১-১ ড্র হওয়ার পর, পেনাল্টিতে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ হারিয়ে প্রথমবার আইএসএল খেতাব জেতে হায়দরাবাদ এফসি।

২০ ম্যাচের গ্রুপ পর্বে ১৩টি জয় ও চারটি ড্রয়ের সুবাদে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করে জামশেদপুর এফসি। লিগ টেবলের একে থাকায় আইএসএল শিল্ড যায় ওয়েন কয়েলের দলের দখলে।
2/6২০ ম্যাচের গ্রুপ পর্বে ১৩টি জয় ও চারটি ড্রয়ের সুবাদে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করে জামশেদপুর এফসি। লিগ টেবলের একে থাকায় আইএসএল শিল্ড যায় ওয়েন কয়েলের দলের দখলে।
জামশেদপুরেরই তারকা ফরোয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট মরশুম সেরা ফুটবলার হিসাবে গোল্ডেন বল পান। তিনি এই মরশুমে ১০টি গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন।
3/6জামশেদপুরেরই তারকা ফরোয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট মরশুম সেরা ফুটবলার হিসাবে গোল্ডেন বল পান। তিনি এই মরশুমে ১০টি গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন।
বার্থোলোমিউ ওগবেচে যে এ মরশুমের সর্বোচ্চ স্কোরার হিসাবে গোল্ডেন বুট পাবেন, তা অনেক আগেই নির্ধারিত ছিল। প্রশ্ন ছিল তিনি এক মরশুমে ১৮ গোলের সর্বকালীন রেকর্ড ভেঙে নিজের একার নামে সেই রেকর্ড করতে পারবেন কিনা। তা না হলেও, ১৮ গোল করে তিনিই লিগের সেরা গোলস্কোরার ও গোল্ডেন বুট বিজয়ী।
4/6বার্থোলোমিউ ওগবেচে যে এ মরশুমের সর্বোচ্চ স্কোরার হিসাবে গোল্ডেন বুট পাবেন, তা অনেক আগেই নির্ধারিত ছিল। প্রশ্ন ছিল তিনি এক মরশুমে ১৮ গোলের সর্বকালীন রেকর্ড ভেঙে নিজের একার নামে সেই রেকর্ড করতে পারবেন কিনা। তা না হলেও, ১৮ গোল করে তিনিই লিগের সেরা গোলস্কোরার ও গোল্ডেন বুট বিজয়ী।
ফাইনালে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বটে। তবে কেরালা ব্লাস্টার্সকে ফাইনালে পৌঁছে দেওয়ার পিছনে বড় ভূমিকা ছিল দলের রক্ষণের। আর সেই রক্ষণের শেষ প্রহরী প্রভসুখন গিল মরশুমে সবথেকে বেশি ক্লিনশিট (৭) রেখে গোল্ডেন গ্লাভস পেলেন।
5/6ফাইনালে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বটে। তবে কেরালা ব্লাস্টার্সকে ফাইনালে পৌঁছে দেওয়ার পিছনে বড় ভূমিকা ছিল দলের রক্ষণের। আর সেই রক্ষণের শেষ প্রহরী প্রভসুখন গিল মরশুমে সবথেকে বেশি ক্লিনশিট (৭) রেখে গোল্ডেন গ্লাভস পেলেন।
বেঙ্গালুরু এফসি এ মরশুমে নক আউটে পৌঁছতে না পারলেও, তরুণ রোশন সিং বেশ প্রভাবিত করেছেন। তিনিই এ মরশুমে আইএসএলের ইমার্জিং ফুটবলার।
6/6বেঙ্গালুরু এফসি এ মরশুমে নক আউটে পৌঁছতে না পারলেও, তরুণ রোশন সিং বেশ প্রভাবিত করেছেন। তিনিই এ মরশুমে আইএসএলের ইমার্জিং ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.