বেশ কয়েক বছর পার হয়ে গেছে জম্মু ও কাশ্মীরে আর্টিকল ৩৭০ রদ হয়েছে। এরপরে, চলতি বছরে আবারও সংসদে উঠল এর প্রসঙ্গ। কেন্দ্রীয় মন্ত্রী সীতারমণ কাশ্মীরের কার্যকরী হওয়া আইনের পরিসংখ্যা উল্লেখ করতে গিয়ে আর্টিকল ৩৭০-এর কথা উল্লেখ করলেন। তিনি সংসদে জানালেন যে, ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীরে মোট ৮৯০টি আইন কার্যকরী হয়েছে।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে রদ হয় আর্টিকল ৩৭০। এই ধারা প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, এই ধারা প্রত্যাহার জম্মু ও কাশ্মীরের মর্যাদা ফিরেছে এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে। তিনি এও দাবি করেন যে, পূর্বে জম্মু কাশ্মীরে ছদ্ম স্বাভাবিক অবস্থা ছিল। তাঁর কথায় উঠে আসে ‘পিছনের দরজা দিয়ে চাকরি পাওয়ার’ অভিযোগ।
লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “জম্মু ও কাশ্মীর) থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার জরুরি ছিল। যা বিলম্বিত হয়েছিল। জম্মু ও কাশ্মীরের মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করেছি”। একইসঙ্গে লোকসভায় বিনা ঝঞ্ঝাটে পাশ হয়ে যায় জম্মু-কাশ্মীরের জন্য ১.৪২ লক্ষ কোটি টাকার বাজেটও। এই বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণই পেশ করেছিলেন।
2022-03-19