নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা নিয়ে সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা মুক্তি পেয়েছে। তারপর থেকে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার এই নিয়ে কংগ্রেসকে তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রশ্ন করলেন, কেন ভারতীয় বায়ুসেনার (আইএএফ) আধিকারিকদের হত্যাকারীর সঙ্গে হাত মিলিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?
নিজের ভাষণে কারও নাম না করলেও সীতারামনের ইঙ্গিত যে মনমোহন সিংয়ের দিকে ছিল, তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে বাসভবনে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিকের সঙ্গে দেখা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। যে ইয়াসিনের বিরুদ্ধে ভারতীয় বায়ুসেনার চার আধিকারিককে খুনের অভিযোগ আছে। রুবিয়া সইদকে অপহরণ করার অভিযোগও আছে ইয়াসিনের বিরুদ্ধে।
অন্যদিকে কেরল কংগ্রেসের একটি টুইট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পরে সেই টুইট মুছে ফেলা হলেও বিতর্ক থামেনি। সেই টুইট উদ্ধৃত করে সোমবার সংসদে কংগ্রেসকে আক্রমণ শানান সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রশ্ন করেন, ভারতীয় বায়ুসেনার আধিকারিকদের হত্যাকারীর সঙ্গে কেন হাত মিলিয়েছিলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী? সেইসঙ্গে নয়ের দশকে ‘দুর্দশার’ সময় কাশ্মীরি পণ্ডিতদের ছেড়ে দেওয়ায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফারুখ আবদুল্লাকেও তোপ দাগেন সীতারামন।