কর্নাটকে (K a r n a t a k a) সম্প্রতি খুন হওয়া হিন্দু সমাজ কর্মীর খুনকে ‘সঠিক ‘ বলে উল্লেখ করে তার মৃত্যু ঘিরে উল্লাস প্রকাশ করায় ‘ ম্যাঙ্গালুরু মুসলিমস ‘ (M a n g a l u r u M u s l i m s) নামক একটি ফেস বুক পেজের (face book page) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্ণাটকের পুলিশ।
প্রসঙ্গত , হর্ষ নামে এক ২৬ বছরের হিন্দু সমাজ কর্মী সম্প্রতি খুন হন জেহাদিদের হাতে।ম্যাঙ্গালুরু মুসলিমস ‘ নামক এই ফেস বুক পেজটি খুব ধারাভাবিক ভাবে এই খুনকে সমর্থন করে , উল্লাস প্রকাশ করে , ও প্রকাশ্যে জেহাদকে সমর্থন করে।
এই ফেসবুক পেজের সাথে যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলো কর্ণাটক সরকার।
অন্যদিকে , গুরুগ্রামে পুলিশ এক মৌলবী ও তার পরিবারের লোকজনকে গ্রেফতার করেছে দুইজন হিন্দু নাবালিকাকে ধর্ষণের অভিযোগে।
মৌলবীর নাম মোহাম্মদ হাসান। ধর্ষিতার বাড়ি থেকে এফ আই আরে বলা হয়েছে মৌলবী মোহাম্মদ হাসান দুই নাবালিকাকে ধর্ষণ করেছে এবং তার পরিবারের লোকজনও হাসানকে সাহায্য করেছে ওই দুই নাবালিকাকে অপহরণ করতে ও ধর্ষণ করতে।
পরবর্তী পর্যায়ে মৌলবী মোহাম্মদ হাসান ও পরিবারের তরফে ধর্ষিতার পরিবার থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবিও করা হয়। এই বলে হুমকি দেওয়া হয় মুক্তিপণ না দিলে খুন করা হবে দুই নাবালিকাকে।
শুধু মৌলবী মোহাম্মদ হাসান নয় , তার সাথে গ্রেফতার হয়েছে তারই পরিবারের অন্য সদস্যরাও।
সদস্যরা হলেন ফকরুদ্দিন, মুশতাক, ইউনিস , মুস্তাফা, তাহজীব ও ওয়ারিস।