মারিয়া শারাপোভার নামে চালু হয়েছিল আবাসন প্রকল্প। একটি টাওয়ারের নাম দেওয়া হয়েছিল মাইকেল শুমাখার। কিন্তু সেই প্রকল্প শুরুই হয়নি। এমনই অভিযোগ দায়ের করেন দিল্লির এক মহিলা। আদালতের রায়ে সেই অভিযোগের ভিত্তিতে দুই ক্রীড়াবিদ-সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল গুরুগ্রাম পুলিশ।
নয়াদিল্লির ছাত্তারপুরের মিনি ফার্মের বাসিন্দা শেফালি আগরওয়ালের দাবি, গুরুগ্রামের ৭৩ সেক্টরে একটি আবাসন প্রকল্পে অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন। ২০১৬ সালের মধ্যে সেই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রকল্প শুরুই হয়নি। অভিযোগপত্রে মহিলা বলেছেন, ‘আমরা বিজ্ঞাপনের মাধ্যমে সেই প্রকল্পের বিষয়ে জানতে পেরেছিলাম। প্রকল্পের ছবি দেখে আমরা ডেভেলপারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমাদের প্রচুর ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’ট্রেন্ডিং স্টোরিজ
মহিলার দাবি, সেই প্রকল্পের প্রচার করেছিলেন প্রাক্তন টেনিস তারকা শারাপোভা এবং ফর্মুলা ওয়ানের কিংবদন্তি তারকা শুমাখার। তাঁরাই ক্রেতাদের অ্যাপার্টমেন্ট কিনতে প্রলুব্ধ করেছিলেন। এমনকী শারাপোভা তো যেখান প্রকল্প হওয়ার কথা ছিল, সেখানে এসেছিলেন। সেখানে টেনিস অ্যাকাডেমি এবং খেলার দোকান খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহিলা বলেছেন, ‘প্রচারপত্রে উল্লেখ করা হয়েছিল যে উনি (শারাপোভা) আবাসন প্রকল্পের প্রচার করেছেন। ক্রেতাদের সঙ্গে ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পুরোটাই এই প্রকল্পের জন্য করেছিলেন। কিন্তু যে প্রকল্প কোনওদিন শুরু হয়নি। ’
সেই অভিযোগের ভিত্তিত বাদশাহপুর থানায় শারপোভা এবং শুমাখারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪, ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪০৬ (বিশ্বাসভঙ্গ এবং ৪২০ (জালিয়াতি) ধারায় মামলা রুজু করা হয়েছে। বাদশাহপুর থানার আধিকারিক দিনাকর বলেছেন, ‘আদালতের রায়ের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত চলছে।’