ভারতে দূরপাল্লা ট্রেনের মধ্যে সবচেয়ে দ্রুতগামী এবং ‘প্রিমিয়াম’ ট্রেনগুলির মধ্যে রয়েছে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের নাম। তবে এই ট্রেনগুলির যুগ শেষ হতে চলেছে। জানা গিয়েছে, শীঘ্রই এই ট্রেনগুলির স্থান নেবে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস।
চেয়ার কার বন্দে ভারত ট্রেন চালানোর পর, রেল মন্ত্রক এ বছর স্লিপার সুবিধা সহ বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। সেমি হাই স্পিডের ট্রেনটিতে সমস্ত বৈশিষ্ট্য থাকবে। পাশাপাশি বর্তমানে রেলওয়ের দ্রুততম রাজধানী এক্সপ্রেস ট্রেনের থেকে তিন ঘণ্টা আগে গন্তব্যে পৌঁছে দেবে বন্দে ভারত এক্সপ্রেস। তাই মনে করা হচ্ছে যাত্রীরা রাজধানীর উপর এবার বন্দে ভারতকেই বেছে নেবেন। এর ফলে ভারতে রেলযাত্রীরা একটি নতুন ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হবেন।ট্রেন্ডিং স্টোরিজ
রেল মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে বন্দে ভারত প্রযুক্তিতে প্রতিটি কোচের নিজস্ব ইঞ্জিন এবং আলাদা ব্রেকিং সিস্টেম রয়েছে। তাই ট্রেনের সামনে ইঞ্জিন বসানোর দরকার নেই। স্বয়ংচালিত ইঞ্জিন (এসপিই) প্রযুক্তির সাহায্যে বন্দে ভারত ট্রেনটি খুব দ্রুত চলতে সক্ষম। পাশাপাশি জরুরি অবস্থার ক্ষেত্রে ট্রেনটি দ্রুত ব্রেকও কষতে পারবে।
বন্দে ভারত এক্সপ্রেস ১৬০ থেকে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা (সেমি হাই স্পিড) বেগে যাবে। এর জন্য এর ডিজাইন করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি হবে। যার কারণে এটি হালকা এবং কম জ্বালানী খরচ হবে। যাত্রী নিরাপত্তা ও সুবিধার দিক থেকে এটি হবে বিশ্বমানের।