Ukraine War: রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে রশদ আমেরিকার, ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা বাইডেনের

বিগত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালিয়েছিল শক্তিশালী রাশিয়া। এরপর থেকে অসম এই লড়াইতে রাশিয়াকে প্রাণপণে ঠেকিয়ে রাখআর চেষ্টা করে চলেছে ইউক্রেন। যুদ্ধের সময় দেশের জন্য সাহায্য চাইতে বিভিন্ন দেশের কাছে আবেদন জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে। আর এরই মাঝে গতকাল মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্দেশে ফের বক্তব্য রাখেন জেলেনস্কি। আর এরপরই ইউক্রেনের জন্য বড় সাহায্যের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের হাতে আরও সামরিক সরঞ্জাম তুলে দিতে বাইডেন বড় পরিমাণের অর্থের ঘোষণা করেন হোয়াইট হাউস থেকে।

বাইডেন এদিন ঘোষণা করেন যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করারর জন্য ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য করা হবে। নিরাপত্তা প্যাকেজে ইউক্রেন বিমান বিধ্বংসী ব্যবস্থাসহ প্রাণঘাতী অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। পাশাপাশি ড্রোনও দেওয়া হবে ইউক্রেনকে।

হোয়াইট হাউসে মিডিয়াকে সম্বোধন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ ৮০০টি বিমান বিধ্বংসী ব্যবস্থা, ৯০০০টি অ্যান্টি আর্মার সিস্টেম, শটগান এবং গ্রেনেড লঞ্চারের মতো ৭০০০টি ছোট অস্ত্র এবং ড্রোন সরবরাহ করবে। আমেরিকার এই ঘোষণার পর এখন মনে করা হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ দ্রুত শেষ হবে না।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ তথ্য জানিয়েছেন। বাইডেন ২৪ মার্চ ব্রাসেলসে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করবেন। গত সপ্তাহে পোল্যান্ড ও রোমানিয়ার মতো পূর্ব ইউরোপেয় ন্যাটো দেশগুলির সফরে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেই সফরের পর বাইডেনের এই সফর বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.