শনিবার কানাডার টরন্টো শহরের কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৫ ভারতীয় ছাত্র নিহত হয়েছে। আহত আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টরন্টোতে ভারতের কনসুলেট জেনারেলের একটি প্রতিনিধি দল আহত ভারতীয় পড়ুয়াদের সাথে যোগাযোগ করছে। আহতদের সাহায্যের জন্য বার্তা দেওয়া হয়েছে ভারতের দূতাবাসের তরফে। কানাডায় ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়া এই তথ্য জানিয়েছেন।
জানা গিয়েছে, মৃতদের নাম হরপ্রীত সিং, জাসপিন্দর সিং, করণপাল সিং, মোহিত চৌহান এবং পবন কুমার। তাদের বয়স ছিল ২১ থেকে ২৪ বছরের মধ্যে। স্থানীয় পুলিশ বলছে, তারা সবাই গ্রেটার টরন্টো এবং মন্ট্রিয়াল এলাকার ছাত্র। তারা মহাসড়কে যাত্রীবাহী ভ্যানে করে পশ্চিম দিকে যাচ্ছিলেন। শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটে ট্রাক্টর-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই প্রাণ হারান ভারতীয় পড়ুয়ারা।ট্রেন্ডিং স্টোরিজ
পুলিশ বলছে দুর্ঘটনার পর গুরুতর আহত অপর দুই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও আপডেট দেওয়া হয়নি পুলিশের তরফে। দুর্ঘটনার তদন্ত চলছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার খবর সামনে আসতেই ভারতীয় দূতাবাসের তরফে পড়ুয়াদের বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়া জানিয়েছেন, পড়ুয়াদের যাবতীয় সহযোগিতার জন্য তাঁদের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷