RSS ABPS : সঙ্ঘ কার্য্যকে লক্ষ স্থানে জায়গায় প্রসারিত করার প্রয়াস

সঙ্ঘ কার্য্যকে লক্ষ স্থানে জায়গায় প্রসারিত করার প্রয়াস – কর্ণাবতী প্রতিনিধি সভায় সুনীল আম্বেকর

সূচিত হয়েছে রাষ্ট্রী স্বয়ং সেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার সভা। সেখানে মাননীয় প্রচার প্রধান শ্রী সুনীল আম্বেকর মহাশয় আজ সাংবাদিক বৈঠকে ভাষণ দেন , তিনি বলেন – এই বছর গুজরাটের কর্ণাবতীতে ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত অখিল ভারতীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। সঙ্ঘে বিভিন্ন ধরণের সভা অনুষ্ঠিত হয় যেখানে সিদ্ধান্ত নেওয়ার দৃষ্টিকোণ থেকে এই প্রতিনিধি সভাটি সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে, শুধুমাত্র নাগপুরে প্রতিনিধি সভা পরিচালিত হয়েছিল এবং নাগপুরের বাইরে প্রথম এই জাতীয় প্রতিনিধি সভা ১৯৮৮ সালে রাজকোটে পরিচালিত হয়েছিল।

https://www.rss.org/Encyc/2022/3/9/Target-of-extending-Sangh-Karya-to-1-Lakh-places.html

এ বছর প্রতিনিধি সভায় ১২৪৮ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এই বৈঠক (সভা) পরিচালনায় থাকছেন সরকারীবাহ দত্তাত্রেয় হোসবালে মহাশয়। নির্দেশনায় থাকছেন পূজনীয় সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত জি। এই বৈঠকে নির্বাচিত প্রতিনিধি ছাড়াও নানা প্রান্ত সঙ্ঘচালক,প্রান্ত কার্য্যকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই বৎসর এই সভায় সংগঠন মন্ত্রী এবং ৩৬ টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকে সঙ্ঘ কার্য নিয়ে প্রতি বছরের মতো পরিকল্পনা প্রণয়ন ও পর্যালোচনা করা হবে ; এবং প্রতিটি প্রান্তের প্রতিবেদন সরকার্যবাহ মহাশয় উপস্থাপন করছেন। ২০২৫ সালে সঙ্ঘের ১০০ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষ্যে প্রান্ত কার্যবাহদের তৈরি পরিকল্পনাগুলি এই বৈঠকে রাখা হবে এবং আলোচনা করা হবে। সঙ্ঘ কার্য সম্পর্কে পরিসংখ্যানও উপস্থাপন করা হবে। সঙ্ঘের শতাব্দী বর্ষ উপলক্ষে সঙ্ঘ কার্যকে ১,00,000 স্থানে প্রসারিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে বিভিন্ন প্রদেশের তৈরি পরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে এই বৈঠকে। বেশ কয়েকজন স্বাধীনতা যোদ্ধা আছেন যাদের সম্পর্কে মানুষ তেমন কিছু জানে না । তাই সমাজে এ ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করা হবে। তাছাড়া, গ্রামীণ পর্যায়ে স্বরোজগারের (আত্ম-কর্মসংস্থান) মাধ্যমে মানুষকে আত্মনির্ভর করার জন্য সঙ্ঘ অনেক কর্মসূচি শুরু করেছে।

সঙ্ঘ সমাজের অনেক সংগঠনের সাথে সমাজ , পরিবেশ এবং পরিবার প্রবোধনের মতো বিষয় নিয়ে কাজ করছে। এই বৈঠকে এই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে এবং পরবর্তী পদক্ষেপ ও দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

তিনি বলেন যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের জন্য প্রতিনিধি সভার সূচীতে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যেখানে গুজরাটের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গুজরাটের উন্নয়ন এবং গুজরাটে সঙ্ঘের কর্মকাণ্ডের ক্রমান্বয়ে অগ্রগতি এবং সঙ্ঘের কার্যক্রম তুলে ধরা হবে।

সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সহ-প্রচার প্রধান নরেন্দ্র কুমার মহাশয় এবং অলোক কুমার মহাশয়, গুজরাট সাহ প্রান্তকার্যবাহ ডক্টর সুনীলভাই বোরিসা। এই প্রেস কনফারেন্সটি ডেকেছেন ডঃ শিরীষ কাশিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.