Sensex: যুদ্ধের আতঙ্ক কাটিয়ে চাঙ্গা শেয়ার বাজার, ১২২৩ পয়েন্টের বিশাল লাফ সেনসেক্সের

দীর্ঘদিন ধরে নিম্নমুখী ছিল শেয়ার বাজারের গ্রাফ। ইউক্রেন যুদ্ধের আবহে বিনিয়োগকারীরা আতঙ্কে ছিল বাজারের ধসের। পরপর বেশ কয়েকদিন ধস নামেও। তবে যুদ্ধের আতঙ্ক কাটিয়ে ফের একবার ঊর্ধ্বমুখী হল শেয়ার বাজারের সূচক। এদিন একলাফে ১২০০ পয়েন্টেরও বেশি বাড়ে সেনসেক্স। পাশাপাশি নিফিটিও আজকে বেড়েছে।

এদিন ক্লোজিং বেলে সেনসেক্স ছিল ৫৪,৬৪৭.৩৩। গত সেশনের তুলনায় যা ১২২৩.২৪ পয়েন্ট বা ২.২৯ শতাংশ বেশি। এদিকে ক্লোজিং বেলে নিফটি ৫০ ছিল ১৬,৩৪৫.৩৫। গত সেশনের তুলনায় যা ৩৩১.৯০ পয়েন্ট বা ২.০৭ শতাংশ বেশি। এদিকে এদিন নিফটি ব্যাঙ্কের সূচকও ঊর্ধ্বমুখী ছিল। ৬৫৭.৩৫ বা ১.৯৮ শতাংশ বেড়ে নিফটি ব্যাঙ্ক দাঁড়ায় ৩৩,৮১৫.২৫ পয়েন্টে। এদিন সবচেয়ে লাভবান সেক্টর ছিল নিফটি অটো (২৭২.৩৫ পয়েন্ট বা ২.৮৫ শতাংশ বেড়েছে)। সবচেয়ে লোকসানের সেক্টর ছিল নিফটি মেটাল (২০.৭০ বা ০.৩৪ শতাংশ কমেছে)।ট্রেন্ডিং স্টোরিজ

এদিন সবচেয়ে লাভবান শেয়ার ছিল এশিয়ান পেন্টস। গত সেশনের তুলনায় ১৫১.৫৫ টাকা বা ৫.৫৬ শতাংশ বেড়েছে। এর ফলে এশিয়ান পেন্টসের শেয়ারের দর দাঁড়ায় ২৮৭৪.৯৫ টাকা। এদিকে আজকের সব থেকে বেশি লোকসান হওয়া সংস্থা হল শ্রী সিমেন্টস। এদিন গত সেশনের তুলনায় ৬১৯.২০ টাকা বা ২.৭৪ শতাংশ কমেছে। এর জেরে শ্রী সিমেন্টের শেয়ার দর গিয়ে ঠেকে ২১,৯৬৪.৬৫ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.