কফি ডে এন্টারপ্রাইজেস জানিয়েছে, আন্তর্জাতিক হিসাব ও নিরীক্ষা সংস্থা ‘ইওয়াই’-কে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত ভিজি সিদ্ধার্থের মৃত্যুর আগে লেখা চিঠির প্রেক্ষিতে সংস্থার পরিস্থিতি তদন্ত করার৷ পাশাপাশি পরীক্ষা করে দেখতে বলা হয়েছে, ওই সংস্থা ও তার অধীনস্ত সংস্থাগুলির হিসেবের খাতাপত্র৷
বৃহস্পতিবার এই সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এদিন প্রায় ছয় ঘন্টা ধরে চলে পরিচালন পর্ষদের বৈঠক ৷ তাছাড়া ওই বৈঠকে ঠিক হয়েছে – বেঙ্গালুরুতে ৯০ একরের যে টেকনোলজি পার্ক রয়েছে সেটিও বেচে দেওয়া হবে সংস্থার ঋণের ভার কমানোর জন্য৷
প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর সিসিডি-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থের নিথর দেহ নেত্রাবতী নদী থেকে উদ্ধার হয়েছিল৷ কিন্তু তার আগে তিনি একটি চিঠি লিখে গিয়েছিলেন৷ আর সিদ্ধার্থের সেই চিঠিতে ফুটে উঠেছিল, তাঁর লড়াই হতাশা আর ব্যর্থতার কথা৷
ওই চিঠিতে তিনি লিখেছিলেন, -যারা তাঁর উপর ভরসা করেছিলেন তাদের ভরসা রাখতে না পারার জন্য তিনি দুঃখিত৷ তিনি ব্যর্থ বলে জানান৷ দীর্ঘদিন ধরে তিনি লড়াই করলেও, কিন্তু আর চাপ নিতে পারছিলেন না৷ মূলত ব্যবসায়িক ক্ষেত্রে তার ওপর একটা চাপ দিন দিন বেড়েই চলছিল সেই বিষয়টিই উল্লেখ করেন তিনি এই চিঠিতে৷ ওই চিঠিতে ঋণের বোঝা এবং আয়কর সংক্রান্ত ঝামেলার ইঙ্গিত ছিল৷
সিদ্ধার্থের এই অস্বাভাবিক মৃত্যুর পর তখন আপাতত কফি ডে এন্টারপ্রাইজের অন্তর্বর্তী চেয়ারম্যান করা হয় প্রাক্তন আইএএস অফিসার এবং বোর্ড সদস্য এসভি রঙ্গনাথতে ৷পাশাপাশি বোর্ড নীতিন বাগমেনকে সংস্থার অন্তর্বর্তী চিফ অপারেটিং অফিসার করা হয়েছিল ৷ আগের পরিচালন পর্ষদের বৈঠকেই সিদ্ধার্থের স্ত্রী মালবিকা হেগড়েকে এক্সিকিউটিভ কমিটির অতিরিক্ত সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল৷