শুধু গঙ্গুবাই নয়, বলিউডের এই নারীকেন্দ্রিক ছবিগুলিও ১০০ কোটির বেশি ব্যবসা করেছে!

1/7‘স্ত্রী’ ছবিতে প্রধান চরিত্রে ছিলেন শ্রদ্ধা কাপুর। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপরাশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল ১৩০ কোটিরও বেশি।

'রাজি'ও মহিলা-কেন্দ্রিক ছবি। বক্স অফিসে তুমুল সাফল্য পায় ছবিতে। সিনেমায় আলিয়া ভাটের সাথে ছিলে ভিকি কৌশল। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছিল ১৯৫ কোটি টাকা।
2/7‘রাজি’ও মহিলা-কেন্দ্রিক ছবি। বক্স অফিসে তুমুল সাফল্য পায় ছবিতে। সিনেমায় আলিয়া ভাটের সাথে ছিলে ভিকি কৌশল। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছিল ১৯৫ কোটি টাকা।
বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত 'নীরজা' ছবিতে অভিনয় করেছিলেনন সোনম কাপুর। হাইজ্যাক হওয়া বিমানের বিমানসেবিকা ছিলেন নীরজা ভানোট। বিশ্বব্যাপী ছবিটির সংগ্রহ ছিল ১৩১ কোটি।
3/7বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত ‘নীরজা’ ছবিতে অভিনয় করেছিলেনন সোনম কাপুর। হাইজ্যাক হওয়া বিমানের বিমানসেবিকা ছিলেন নীরজা ভানোট। বিশ্বব্যাপী ছবিটির সংগ্রহ ছিল ১৩১ কোটি।
তাপসী পান্নুর ছবি 'পিঙ্ক' সামাজকে দিয়েছিল কড়া বার্তা এবং এই ছবি নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে। ছবির বক্স অফিসে কালেকশন ছিল ১৫৭ কোটি। 
4/7তাপসী পান্নুর ছবি ‘পিঙ্ক’ সামাজকে দিয়েছিল কড়া বার্তা এবং এই ছবি নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে। ছবির বক্স অফিসে কালেকশন ছিল ১৫৭ কোটি। 
মাল্টি-স্টারার ফিল্ম 'বীরে দি ওয়েডিং' সমাজের অনেক স্টেরিওটাইপ ভেঙেছে বলে মনে করা হয়। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৪ নারী, যারা একে-অপরের সবচেয়ে ভালো বন্ধু। কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া অভিনীত ছবিটি বিশ্বব্যাপী ১৩৮ কোটি আয় করেছে।
5/7মাল্টি-স্টারার ফিল্ম ‘বীরে দি ওয়েডিং’ সমাজের অনেক স্টেরিওটাইপ ভেঙেছে বলে মনে করা হয়। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৪ নারী, যারা একে-অপরের সবচেয়ে ভালো বন্ধু। কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া অভিনীত ছবিটি বিশ্বব্যাপী ১৩৮ কোটি আয় করেছে।
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' দিয়ে দর্শকদের মন নতুন করে জয় করে ফেলেছেন আলিয়া ভাট। ১ সপ্তাহের মধ্যেই এই ছবি ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। চলচ্চিত্র সমালোচকরাও এই সিনেমাকে ভরে ভরে প্রশংসা করেছেন। 
6/7সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ দিয়ে দর্শকদের মন নতুন করে জয় করে ফেলেছেন আলিয়া ভাট। ১ সপ্তাহের মধ্যেই এই ছবি ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। চলচ্চিত্র সমালোচকরাও এই সিনেমাকে ভরে ভরে প্রশংসা করেছেন। 
একটা সময় ছিল যখন বলিউড ভয় পেত মহিলাদের নিয়ে ছবি বানাতে। ভয় ছিল বক্স অফিসে ভরাডুবির। তবে দর্শকদের মনোভাব বদলের সাথে সাথে সাহসী হয়েছে বলিউড। বর্তমানের নায়িকারাও একাই ছবিকে নিয়ে গিয়েছেন ১০০ কোটির ঘরে। সেরকমই কিছু সিনেমার খোঁজ দিলাম। আপনি কি সব সিনেমা দেখেছেন?
7/7একটা সময় ছিল যখন বলিউড ভয় পেত মহিলাদের নিয়ে ছবি বানাতে। ভয় ছিল বক্স অফিসে ভরাডুবির। তবে দর্শকদের মনোভাব বদলের সাথে সাথে সাহসী হয়েছে বলিউড। বর্তমানের নায়িকারাও একাই ছবিকে নিয়ে গিয়েছেন ১০০ কোটির ঘরে। সেরকমই কিছু সিনেমার খোঁজ দিলাম। আপনি কি সব সিনেমা দেখেছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.