রেল স্টেশনের মেশিনে টিকিট কেটে এবার Paytm দিয়েই পেমেন্ট করা যাবে

1/6IRCTC-র সঙ্গে অংশীদারিত্ব বাড়াল ডিজিটাল পেমেন্ট কোম্পানি Paytm। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)

পেটিএম জানিয়ছে, দেশজুড়ে রেলওয়ে স্টেশনগুলির স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (ATVM)-এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল টিকিটের পরিষেবা প্রদান করা হবে। (ফাইল ছবি: রয়টার্স) (REUTERS)
2/6পেটিএম জানিয়ছে, দেশজুড়ে রেলওয়ে স্টেশনগুলির স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (ATVM)-এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল টিকিটের পরিষেবা প্রদান করা হবে। (ফাইল ছবি: রয়টার্স) (REUTERS)
ATVM-তে UPI-এর মাধ্যমে টিকিট কেটে ডিজিটালি পেমেন্ট করা যাবে। ভারতীয় রেলওয়ে যাত্রীদের 'ক্যাশলেস' যাতায়াতের প্রচারের জন্য এই উদ্যোগ নিয়েছে। (ফাইল ছবি: রয়টার্স) (Reuters)
3/6ATVM-তে UPI-এর মাধ্যমে টিকিট কেটে ডিজিটালি পেমেন্ট করা যাবে। ভারতীয় রেলওয়ে যাত্রীদের ‘ক্যাশলেস’ যাতায়াতের প্রচারের জন্য এই উদ্যোগ নিয়েছে। (ফাইল ছবি: রয়টার্স) (Reuters)
ATVM কী? রেলওয়ে স্টেশনগুলির টাচ-স্ক্রিন ভিত্তিক টিকিট কিয়স্কগুলিই ATMV। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
4/6ATVM কী? রেলওয়ে স্টেশনগুলির টাচ-স্ক্রিন ভিত্তিক টিকিট কিয়স্কগুলিই ATMV। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
নয়া ব্যবস্থায় যাত্রীদের অসংরক্ষিত ট্রেন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, মান্থলি রিনিউ করতে সুবিধা হবে। এর পাশাপাশি স্ক্রিনে জেনারেট হওয়া QR কোড স্ক্যান করে স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Dado Ruvic)
5/6নয়া ব্যবস্থায় যাত্রীদের অসংরক্ষিত ট্রেন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, মান্থলি রিনিউ করতে সুবিধা হবে। এর পাশাপাশি স্ক্রিনে জেনারেট হওয়া QR কোড স্ক্যান করে স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Dado Ruvic)
নতুন কুইক রেসপন্স (QR) কোড-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সলিউশন ইতিমধ্যেই বিভিন্ন রেলস্টেশনের ATVM মেশিনে চালু হয়ে গিয়েছে। ছবি : হিন্দুস্তান টাইমস ও রয়টার্স  (HT & Reuters)
6/6নতুন কুইক রেসপন্স (QR) কোড-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সলিউশন ইতিমধ্যেই বিভিন্ন রেলস্টেশনের ATVM মেশিনে চালু হয়ে গিয়েছে। ছবি : হিন্দুস্তান টাইমস ও রয়টার্স  (HT & Reuters)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.