‘ইউক্রেনে ভারতের সফল অভিযানের ইতিবাচক প্রভাব পড়বে নির্বাচনে’, আশাবাদী অমিত শাহ

গত বেশ কয়েকদিন ধরেই গোটা বিশ্বের মতো ভারতেরও নজর ইউক্রেনের দিকে। ভারতের কয়েক হাজার পড়ুয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থাকায় দেশের মানুষ আরও বেশি করে নজর দিয়েছিলেন এই দিকে। তারই মধ্যে কেন্দ্র ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর বিষয়ে তত্পর হয়েছে। ইউক্রেনের পড়শি দেশগুলিতে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এরই মাঝে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন চলছে। দেশের মানুষের নজর সেদিকেও আছে। আর এর সবের মাঝে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের সফলভাবে সরিয়ে নেওয়ার বিষয়টি বিধানসভা নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়েছে বিজেপির পক্ষে। তিনি উল্লেখ করেছেন যে সরকার জানুয়ারি থেকে সেখানকার পরিস্থিতির উপর নজর রেখে চলেছিল।

অমিত শাহ একটি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। সেখানে তিনি এবং বিজেপি সভাপতি জেপি নড্ডা জোর দিয়ে বলেন যে তাদের দল উত্তরপ্রদেশ সহ চারটি নির্বাচনী রাজ্যে ক্ষমতায় ফিরে আসবে। ইউক্রেন সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রভাব নির্বাচনে পড়বে কি না, বিশেষ করে ছাত্রদের সরিয়ে নেওয়ার প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে অমিত শাহ বলেন, এটার প্রভাব ইতিবাচক হবে। প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী বারংবার ইউক্রেন প্রসঙ্গ তুলে ধরেছেন। ‘অপারেশন গঙ্গা’কে নিজের সরকারের সাফল্য হিসেবে তুলে ধরছেন মোদী। নির্বাচনী ময়দানে এটাকেই বানিয়েছেন প্রচারের ‘হাতিয়ার’।ট্রেন্ডিং স্টোরিজ

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, যুদ্ধের পরিস্থিতির বিষয়ে আগে থেকে অবগত থাকলে কেন ভারতীয় পড়ুয়াদের আগেভাগে দেশে ফেরানো হল না? অমিত শাহের অবশ্য বক্তব্য, সরকার ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য ১৫ ফেব্রুয়ারির প্রথমবার একটি পরামর্শ জারি করেছিল। সরকারের তরফেও বিরোধীদের অভিযোগ উড়িয়ে বলা হয়, ভারতীয় পড়ুয়াদের আগেই দেশ ছাড়তে বলা হলেও তাঁরা বিশ্ববিদ্যালয়ে ক্লাসের অনিশ্চয়তার মধ্যে দেশ ছাড়েননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.