মৃত্যুর আগে ক্রিকেট দেখছিলেন শেন ওয়ার্ন! জীবনের শেষ ২০ মিনিটের গল্প বললেন ওয়ার্নের বন্ধু

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন থাইল্যান্ডে মারা গেছেন। থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, তার বন্ধুরা ২০ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গিয়েছে তিনি মারা যাওয়ার আগে নাকি ক্রিকেট দেখছিলেন। ৫২ বছর বয়সে বিশ্বকে বিদায় জানানো ওয়ার্ন অন্যতম সফল বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। এক হাজারের বেশি আন্তর্জাতিক উইকেট রয়েছে তার নামে।

শেন ওয়ার্ন এবং তার দুই বন্ধু থাইল্যান্ডের একটি বাংলোতে ছিলেন। সব বন্ধুরা একসঙ্গে ডিনার করতে যাচ্ছিলেন। কিন্তু ওয়ার্ন যখন ডিনারে না পৌঁছায়, তখন এক বন্ধু তার রুমে চলে যায়। সেখানে ওয়ার্নের অবস্থা ভালো ছিল না। তার বন্ধু একটি অ্যাম্বুলেন্স ডেকে তার মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওয়ার্নের অবস্থার কোন পরিবর্তন হয়নি। এর পরে একটি জরুরী দল আসে এবং সেও ১০-২০ মিনিটের জন্য সিপিআর দেয়, কিন্তু তাতে কোনও পার্থক্য হয়নি। এর পরে একটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায় এবং ওয়ার্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানেও তাকে পাঁচ মিনিটের জন্য সিপিআর দেওয়া হয় এবং তিনি মারা যান।ট্রেন্ডিং স্টোরিজ

হার্ট অ্যাটাকের আগে ক্রিকেট দেখছিলেন শেন ওয়ার্ন। তার বন্ধু এরস্কাইন বলেছেন যে ওয়ার্ন সম্পর্কে লোকেরা বিশ্বাস করেছিল যে সে একজন বড় মদ্যপ ছিল। কিন্তু সে তা ছিল না। তিনি সে সময়ে মদ পান করেননি। তাকে ওজন কমাতে হয়েছিল। এ কারণে তিনি ডায়েটে ছিলেন। এরস্কাইন ওয়ার্নকে কয়েক বছর আগে মদের একটি ক্রেট দিয়েছিলেন, যা আজও রাখা আছে। ওয়ার্ন তার সন্তানদের সাথে থাকতে চেয়েছিলেন। তিনি চোকার এবং গলফ খেলতে পছন্দ করতেন। ঘণ্টার পর ঘণ্টা গলফ খেলতেন।

ওয়ার্ন এবং তার বন্ধুরা একসাথে ডিনার করতে যাচ্ছিলেন। আগে ক্রিকেট দেখছিলেন ওয়ার্ন। এই সময় তার হার্ট অ্যাটাক হয়। যখন তার বন্ধুরা তাকে খাবারের জন্য ডাকতে আসেন, তখন সবাই ওয়ার্নের অবস্থা সম্পর্কে বুঝতে পারেন। শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮ উইকেট এবং ১৯৪টি ওয়ানডেতে ২৯৩টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তিনি ৩,১৫৪ টেস্ট রান করেন। ওয়ানডেতে তিনি ১,০১৮ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেন ওয়ার্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.