শনিবার সকালেই আগুনের লেলিহান শিখায় ঘুম ভাঙল কলকাতার। কারণ ট্যাংরা এলাকার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগল। আগেও এখানে একাধিকবার আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে তিনটি ও পরে চারটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খায় দমকল।
স্থানীয় সূত্রে খবর, আজ, শনিবার সকালে ট্যাংরার প্লাস্টিক কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এটা দেখেই আগুন লেগেছে বলে বুঝতে পারেন স্থানীয়রা। তখন দমকলে খবর দেওয়া হয়। দমকল আসতে আসতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য বস্তু থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।ট্রেন্ডিং স্টোরিজ
দমকল সূত্রে খবর, এখানে কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখানে দাহ্য বস্তুর উপস্থিতি মিলেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখতে হবে। সবার আগে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এই কারখানায় উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার হাওড়ার জালান কমপ্লেক্সের একটি তুলোর গুদামে আগুন লাগে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্যাংরায় আগুন। এই এলাকায় একাধিক প্লাস্টিক থেকে রাসায়নিকের কারখানা আছে। যাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক নয়। তাছাড়া দাহ্য বস্তু মজুত থাকায় প্রায়ই এখানে আগুন লেগে থাকে। এবারও তার ব্যতিক্রম হল না।