কলকাতায় অ্যাপ ক্যাব চালকদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। চালকদের বিরুদ্ধে প্রায়ই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে । পাশাপাশি মহিলা যাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগও রয়েছে ভুরি ভুরি। এবার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন। শহরের ক্যাব চালকদের দৌরাত্ম্য রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। যাত্রীদের কিভাবে ব্যবহার করা উচিত তার পাঠ দিতে চালকদের কাউন্সেলিং করা হবে বলে জানানো হয়েছে নবান্নের ২২ পাতার ওই নির্দেশিকায়। এর পাশাপাশি ক্যাবের ভাড়াও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে অ্যাপ ক্যাবে প্যানিক বোতাম রাখা বাধ্যতামূলক করেছে নবান্ন। যার মাধ্যমে কোনও সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লেই যাত্রীরা অতি সহজেই প্যানিক বোতাম টিপে পুলিশের কাছে খবর দিতে পারবেন। এই অ্যালার্মের মাধ্যমে পুলিশ সংশ্লিষ্ট ক্যাবের লোকেশন ট্র্যাক করে অতি সহজেই ঘটনাস্থলে পৌঁছাতে পারবে। এর পাশাপাশি মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য তাদের লোকেশন জানাটাও জরুরি। তার জন্য আলাদা একটি অ্যাপ রাখার কথা বলা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সরাসরি লালবাজারের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।
প্রসঙ্গত, ক্যাব বা ট্যাক্সিতে মদ্যপান করে চালকদের বিরুদ্ধে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে প্রায়ই ওঠে । যার ফলে অনেক ক্ষেত্রেই সাধারণ যাত্রী থেকে শুরু করে মহিলা যাত্রীদের হেনস্থার শিকার হতে হয় চালকদের কাছে। সেই কথা মাথায় রেখে এবার গাড়ি চালানোর সময় চালকদের মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে নবান্ন। সূত্রের খবর, যাত্রীদের সঙ্গে কিরকম ভাবে ব্যবহার করতে হবে তার জন্য ৩০ ঘন্টা কাউন্সেলিং করা হবে চালকদের। এই কাউন্সেলিং বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ক্যাব চালকদের দৌরাত্ম্য শহরে অনেকটাই কমবে বলে আশা করছেন আধিকারিকরা।সম্পর্কিত খবর