সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তারই মধ্যে অবশ্য এখনও একাধিক প্রশ্ন ঘুরছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে। এখনও জানা যায়নি যে কোনও পরীক্ষার্থী যদি করোনা আক্রান্ত হন তাহলে কীভাবে সে পরীক্ষা দেবে। এদিকে করোনা আবহে পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন অভিভাবকরা? এই প্রশ্নেরও জবাব এখনও মেলেনি। এই আবহে শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, পরীক্ষার নিয়মাবলিতে পরিবর্তন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এখনও কিছু বলেনি। নির্দেশিকায় শুধু বলা, রোনা বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। তবে এই বাক্যে সংশয় কমেনি বরং বেড়েছে।
২০২১ সালে করোনা আবহে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শেষবার রাজ্যে মাধ্যমি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। ২০২০ সালে যখন মাধ্যমিক হয়েছিল, তখন ভারতে করোনা সেভাবে ছড়িয়ে পড়েনি। এই পরিস্থিতিতে এবারই করোনা বিধিনিষেধ মেনে অনুষ্ঠিত হবে। তবে নির্দেশিকায় বিশদে কোনও কিছু বলা নেই। ট্রেন্ডিং স্টোরিজ
করোনা সংক্রমণ রুখতে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অন্য কারোর জিনিস বিশেষ করে পেন, পেন্সিল ইরেজার, স্কেল এই সমস্ত ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা ৪৫ মিনিটে। তবে পড়ুয়াদের প্রথম দিন ১১ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। দ্বিতীয় দিন থেকে ১১ টা ১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পড়ুয়ারা।