পরে যদি আর না পাওয়া যায়! টাকা তুলতে ATM-এ লম্বা লাইন রাশিয়ায়

1/5দেশের বিভিন্ন প্রান্তের এটিএমের বাইরে দীর্ঘ লাইন। রবিবার রাশিয়ার এই ছবি উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। রুশ জনগণ যতটা সম্ভব নগদ তুলে রাখতে চাইছেন। কিন্তু কেন? ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Pavlo Palamarchuk)

ইউক্রেনে রাশিয়া আক্রমণ করেছে। আর তার ফলে আর্থিকভাবে রাশিয়াকে চাপে ফেলতে চাইছে পশ্চিমী বিশ্ব। ফলে শীঘ্রই নগদের ঘাটতির আশঙ্কা করছেন রাশিয়ার আমজনতা।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Anton Vaganov)
2/5ইউক্রেনে রাশিয়া আক্রমণ করেছে। আর তার ফলে আর্থিকভাবে রাশিয়াকে চাপে ফেলতে চাইছে পশ্চিমী বিশ্ব। ফলে শীঘ্রই নগদের ঘাটতির আশঙ্কা করছেন রাশিয়ার আমজনতা।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Anton Vaganov)
ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে টাকা লেনদেনের SWIFT সিস্টেম থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Alexander Ermochenko )
3/5ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে টাকা লেনদেনের SWIFT সিস্টেম থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Alexander Ermochenko )
যদিও এই পরিস্থিতিতেও সেভাবে চিন্তা প্রকাশ করছে না রুশ প্রশাসন। সিনিয়র রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিমভ বলেন, 'SWIFT থেকে রাশিয়ার প্রস্থান হতে পারে। কিন্তু তার জন্য আমাদের অভ্যন্তরীণ নাগরিকদের কোনও সমস্যা হবে না।'  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Pavlo Palamarchuk )
4/5যদিও এই পরিস্থিতিতেও সেভাবে চিন্তা প্রকাশ করছে না রুশ প্রশাসন। সিনিয়র রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিমভ বলেন, ‘SWIFT থেকে রাশিয়ার প্রস্থান হতে পারে। কিন্তু তার জন্য আমাদের অভ্যন্তরীণ নাগরিকদের কোনও সমস্যা হবে না।’  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Pavlo Palamarchuk )
রাশিয়ার জনগণের একাংশ এই পরিস্থিতিতে লুকিয়ে লুকিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। অন্যদিকে একাংশের বক্তব্য, ‘আমাদের সাময়িক কষ্ট হতে পারে। কিন্তু আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করি। উনি যা-ই করছেন তাতে সমর্থন করি।’ REUTERS/Anton Vaganov (REUTERS)
5/5রাশিয়ার জনগণের একাংশ এই পরিস্থিতিতে লুকিয়ে লুকিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। অন্যদিকে একাংশের বক্তব্য, ‘আমাদের সাময়িক কষ্ট হতে পারে। কিন্তু আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করি। উনি যা-ই করছেন তাতে সমর্থন করি।’ REUTERS/Anton Vaganov (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.