আইপিএলের ১৫তম মরশুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য নতুন নির্দেশ জারি করল বিসিসিআই। বোর্ড ১০টি দলকে ৮ মার্চ থেকে মুম্বইয়ে জড়ো হতে বলেছে। সমস্ত দল মোটামুটি একই সময়ে বায়ো-বাবলে প্রবেশ করবে। ভারতীয় খেলোয়াড়দের তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে বিদেশি খেলোয়াড়দের পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪-১৫ মার্চ থেকে টুর্নামেন্টের জন্য সমস্ত দল প্রশিক্ষণ শুরু করবে।
সংবাদ সংস্থা এএনআই-এর একটি সূত্র জানিয়েছে, ‘দলগুলি ১৪-১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করবে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা আইপিএলের জন্য ৮ মার্চ থেকে মুম্বই আসতে শুরু করবে। আইপিএল ২০২২ মরশুমের প্রথম ম্যাচটি ২৬ মার্চ থেকে শুরু হবে। একই সঙ্গে ২৯ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মুম্বই ও পুনের চারটি স্টেডিয়ামে লিগ রাউন্ডের ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।ট্রেন্ডিং স্টোরিজ
সূত্রটি আরও জানাচ্ছে, ‘খেলোয়াড়দের বায়ো-বাবলে যোগ দেওয়ার আগে একটি কঠিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সমস্ত খেলোয়াড়দের মুম্বই যাওয়ার ৪৮ ঘন্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। কোয়ারেন্টাইনে থাকাকালীন তিনবার আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। রিপোর্ট নেগেটিভ আসার পরই তাদের অনুশীলনের অনুমতি দেওয়া হবে।’
এদিকে শোনা যাচ্ছে আইপিএল-এ নতুন ওভাররেট পেনাল্টি রুল ঠিক করেছে বিসিসিআই। ২০২২ সালে ১৫তম আইপিএল-এর জন্য ওভাররেট নিয়ম তৈরি করে ফেলা হয়েছে। এই নিয়মে বলা হয়েছে প্রত্যেক দল নিজের ইনিংস শেষ করার জন্য ৯০ মিনিট করে সময় পাবে। প্রত্যেক উইকেটের জন্য বাড়তি ২ মিনিট করে সময় দেওয়া হবে। যদি দলের ক্যাপ্টেনরা এটা করতে না পারেন তাহলে তাদের জরিমানা করা হবে। যদি এই একই অপরাধ কোনও অধিনায়ক তিনবার করেন, তাহলে তাকে এক ম্যাচ নির্বাসন করা হতে পারে।