চলতি বছর দু’বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই-মেন) হতে চলেছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। পরের মাসে তথা মে’তে হবে দ্বিতীয় দফার পরীক্ষা। মঙ্গলবার এমনই জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার আয়োজক সংস্থার তরফে বলা হয়েছে, ‘আগামী ১৬ এপ্রিল থেকে ২১ পর্যন্ত প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২৪ মে থেকে ২৯ মে।’ এনটিএয়ের তরফে বলা হয়েছে, ‘আজ থেকেই জেইই-মেন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম সেশনের জেইই-মেন পরীক্ষার আবেদন জানানোর শেষদিন হল ৩১ মার্চ। হিন্দি, ইংরেজি এবং গুজরাতির পাশাপাশি অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, উর্দুতেও পরীক্ষা হবে।’ট্রেন্ডিং স্টোরিজ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভরতির জন্য প্রতি বছর জেইই-মেন পরীক্ষা নেওয়া হয়। গত বছর করোনাভাইরাস পরিস্থিতিতে চারবার হয়েছিল পরীক্ষা। পড়ুয়ারা যাতে নম্বর ভালো করার সুযোগ পান, সেজন্য চারবার পরীক্ষা নেওয়া হয়েছিল। গত বছর চারটি সেশনের পরীক্ষা মিলিয়ে কমপক্ষে ৪৪ জন পান ১০০ পার্সেন্টাল। প্রথম স্থান অধিকার করেন ১৮ জন। এনটিএয়ের তরফে জানানো হয়েছিল, সারা ভারতে ১৮ জন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে চারজন অন্ধ্রপ্রদেশ, তিনজন রাজস্থান, দু’জন করে তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং দিল্লির প্রার্থী। এছাড়াও কর্নাটক, পঞ্জাব, বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে প্রার্থী শীর্ষ স্থানে দখল করন। পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী অবশ্য প্রথম স্থানে ছিলেন না।