Ukraine Russia War: আটকে ২৫০০ ভারতীয়, এরই মাঝে খারকিভে লাগাতার বোমা বর্ষণ রাশিয়ার, মৃত ১১ জন

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এখনও ২৫০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। আর এরই মাঝে এই শহর দখল করার জন্য লাগাতার ক্লাস্টার বম্বিং করে চলেছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে ভারত সরকার বেশ উদ্বিগ্ন। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ান বাহিনীর কাছে কিয়েভ এবং খারকিভকে ধ্বংস ধুলোতে মিশিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে। শেষ পাওয়া খবর, খারকিভে রাশিয়ার সেনার গোলা বর্ষণে ১১ জন ইউক্রেনিয়ানের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক আজই এক বিবৃতি প্রকাশ করে বলে, ‘রাশিয়ান বাহিনী কিয়েভের উত্তরে এবং খারকিভ ও চেরনিহিভের আশেপাশে বোমা বর্ষণের মাত্রা বাড়িয়েছে। ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় ভারী কামানের ব্যবহারের জেরে সাধারণ মানুষের মৃত্যুর শঙ্কা দেখা দিয়েছে।’ এদিকে রাজধানী কিয়েভ ও সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মাঝামাঝি একটি স্থানে অবস্থিত ওখতিরকা শহরেও রাশিয়া গোলা বর্ষণ করেছে। রাশিয়ার গোলার আঘাতে ৭০ জনেরও বেশি ইউক্রেন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ

গতকাল প্রকাশিত হওয়া এক স্যাটেলাইট চিত্রে দেখা যায় যে একটি ৬৪-কিমি দীর্ঘ রাশিয়ান সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে একটি রাশিয়ান সামরিক কনভয় কিইভের উত্তরে যাচ্ছে। এই বিশাল সামরিক বহরে রয়েছে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, আর্টিলারি এবং সহায়ক যানবাহন। কনভয়টি কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। এই পরিস্থিতে আজকের মধ্যেই ভারতীয় পড়ুয়াদের কিয়েভ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.