অসংরক্ষিত কোচ সমেত ট্রেনগুলিকে পুনরায় চালু করবে ভারতীয় রেলওয়ে। হোলির আগে শীঘ্রই এই ট্রেনগুলি চালু হবে। যে সমস্ত যাত্রী হোলির জন্য নিজের শহরে যেতে চান তাদের জন্য এটা একটি বড় স্বস্তির খবর। কোভিড মহামারী চলাকালীন ট্রেনগুলিতে অসংরক্ষিত কোচ বন্ধ করা হয়েছিল। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অসংরক্ষিত কোচগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে যাত্রীরা প্রাক-করোনা সময়ের মতোই এবার রিজার্ভেশন ছাড়াই ভ্রমণ করতে পারবেন ট্রেনে।
এদিকে, আজ, ১ মার্চ থেকে বেশ কয়েকটি ট্রেন পুনরায় চালু করেছে রেল। গত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কুয়াশার কারণে যে ট্রেনগুলি স্থগিত ছিল, সেই ট্রেনগুলি আজ থেকে ফের চালু হচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যের যাত্রীদের স্বস্তি পাবেন। ট্রেন্ডিং স্টোরিজ
এর আগে ঘন কুয়াশার জেরে ১২টি ট্রেন তিন মাসের জন্য বাতিল করেছে পশ্চিম রেলওয়েও। এদিকে ১ ডিসেম্বর থেকে কুয়াশার কারণে বন্ধ থাকে তির্সা তোর্সা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গ থেকে ছাড়া একাধিক দূরপাল্লার ট্রেনও। শীতের বিদায়ে ফের এই ট্রেনগুলি চালু হবে। আজ থেকে ফের চালু হচ্ছে সাঁতরাগাছি – আনন্দবিহার এক্সপ্রেস, হাতিয়া – আনন্দ বিহার এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস আজ থেকে চালু হতে চলেছে।