দুর্দান্ত পারফর্ম করেও অনিশ্চিত শ্রেয়সের ভবিষ্যত, পথ বাতলালেন সুনীল গাভাসকর

শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর তিনটি অপরাজিত অর্ধশতরান, সিরিজে মোট ২০৪ রান। বর্তমানে এক কথায় তুখর ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। লঙ্কান লায়ান্সের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ সেরাও মনোনীত হয়েছেন তিনি। তবে এমন ফর্ম সত্ত্বেও ভারতীয় দলে তাঁর জায়গায়ই সুনিশ্চিত নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচের আগে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হলে দলে সুযোগ পান শ্রেয়স। বিরাটের অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করে চার ম্যাচে তাঁর মোট সংগ্রহ ২২৯ রান। তবে পূর্ণ শক্তির দলে বিরাটের পাশপাশি সূর্যকুমার যাদবও ফিরবেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূর্য সিরিজ সেরা হয়েছিলেন। ফিরবেন ঋষভ পন্তও। ট্রেন্ডিং স্টোরিজ

এমন অবস্থায় ভারতীয় দলের মিডল অর্ডারে শ্রেয়সের জায়গা পাওয়া নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন রয়েছে। তাহলে কি পারফর্ম করেও বাদ পড়তে হবে শ্রেয়সকে? এই বিষয়ে Star Sports-এ নিজের মতামত জানাতে গিয়ে সুনীল গাভাসকর বলেন, ‘নিঃসন্দেহে এমন মাথাব্যথা থাকাটা খুবই ভালই বিষয়। বিরাটকে কিন্তু কোনোভাবেই বদল করা যাবে না, ও তিনেই ব্যাট করবে। এক্ষেত্রে চার বা পাঁচ নম্বরে শ্রেয়স আইয়ারকে খেলানো যেতে পারে। কিন্তু সূর্যকুমার যেভাবে ব্যাট করছেন, ওকেও দলে রাখতেই হবে। দলের জন্য এটা বিরাট একটা প্রাপ্তি।’

এই সমস্যার সমাধানেরও পথ কিন্তু গাভাসকরই বাতলে দিয়েছেন। ‘প্রচুর বিকল্প থাকার সুবিধা হল কোনো দল বোলিং অলরাউন্ডার নয়, খাঁটি বোলারদের নিয়ে মাঠে নামতে পারে। শার্দুল ঠাকুর, দীপক চাহার বা ভুবনেশ্বর কুমারদের মতো যে বোলাররা ব্যাট করতে পারেন, তাদের না খেললাও চলে। বদলে মহম্মদ সিরাজ বা আবেশ খানদের মতো যারা ব্যাট করতে পারে না, তাদেরকে খেলানো যেতেই পারে। একদম পুরোদমে আক্রমণের পথ বেছে নেওয়ার বিকল্প রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.