রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পঞ্চম দিনে পরস্পর বিরোধী দাবি করল দুই দেশ। এদিন ইউক্রেনের তরফে দাবি করা হয় যে রাশিয়ার সেনার হামলার ধার ও অগ্রসর হওয়ার গতি কমেছে। অপরদিকে রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, ইউক্রেনের পুরো আকাশ এখন তাদের দখলে। পাশাপাশি সাধারণ নাগরিকদের রাশিয়া অভয় প্রদান করে বলেছে, যারা কিয়েভ ছাড়তে চায়, কোনও ভয় ছাড়াই তারা শহর থেকে চলে যেতে পারে।
উল্লেখ্য রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই দাবি করেছিল যে সেদেশের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে। যদিও ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করতে থাকে এরপরও। এদিকে আজকেই বেলারুশ সীমান্তে ইউক্রেন-রাশিয়ার আলোচনা হওয়ার কথা। দুই দেশের প্রতিনিধিদের আজকে দেখা করার কথা।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে এর আগে ইউক্রেনের তরফে দাবি কার হয়, রাশিয়ার প্রায় ৪৩০০ সেনাকর্মীকে খতম করা হয়েছে। ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া আরও দাবি করেন, রাশিয়ার ১৪৬টি ট্যাঙ্ক, ২৭টি যুদ্ধবিমান, ২৬টি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়ার তরফে দাবি করা হয়েছে যে এই সংঘর্ষে ইউক্রেনের ৪৭১ জন সেনাকর্মীকে বন্দি করেছে তারা। তাছাড়া ৯৭৫টি সামরিক স্থাপনা ধ্বংসেরও দাবি করেছে রুশ সেনা। পাশাপাশি ইউক্রেনের আটটি যুদ্ধবিমান, সাতটি হেলিকপ্টার এবং ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তাছাড়া ২২৩টি ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধ যান সহ আরও ২৮টি বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি ক্রেমলিনের। যদিও রাশিয়ার নিহত সৈন্যের সংখ্যা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে সেনা মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে মস্কো।