ড্রেসিংরুম থেকে বেরিয়ে নেটের দিকে যাচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সেইসময় তাঁকে ঘিরে হাডল তৈরি করলেন ঋষভ পন্ত, শুভমন গিল, মহম্মদ শামি, জয়ন্ত যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। বিরাটের প্রতি বার্তাটা যেন স্পষ্ট ছিল, অধিনায়কত্বের ব্যাটন যেতে পারে। কিন্তু তুমিই এখনও দলের ‘লিডার’।ট্রেন্ডিং স্টোরিজ
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মধ্যেই মোহালিতে ১০০ তম টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট। তাঁকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই বিশ্রাম পর্ব কাটিয়ে রবিবার মোহালির নেটে অনুশীলনে নামেন বিরাট। ড্রেসিংরুম থেকে মাঠে নামার পরই প্রাক্তন অধিনায়ককে বিশেষভাবে সম্মান দেখান অশ্বিনরা। বিরাটকেও দেখে মনে হয়নি যে দলটা রাতারাতি তাঁর কাছে অচেনা হয়ে গিয়েছে। বরং আগের মতোই আচরণ থাকল। গিলের পিঠ চাপড়ে দেন। পন্তের সঙ্গে খুনসুটি করেন।
সেইসবের মধ্যে নেটে প্রস্তুতি ঝালিয়ে নেন বিরাট। প্রায় ৩০ মিনিট ‘থ্রো ডাউন’ দেওয়া হয় কোহলিকে। যিনি মোহালিতে নিজের কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে চলেছেন। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠে দর্শকের অনুমতি না দেওয়া হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন ক্রিকেট অনুরাগীরা। বিরাটের পাশাপাশি অশ্বিনও নেটে দীর্ঘক্ষণ গা ঘামিয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের কড়া নজরে বল করেন অশ্বিন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। যিনি পরিসংখ্যানের বিচারে সন্দেহাতীতভাবে ভারতের সর্বকালের টেস্ট অধিনায়ক। তাঁর ছেড়ে দেওয়া অধিনায়কত্বের ব্যাটন উঠেছে রোহিত শর্মার হাতে। নয়া অধিনায়কের অধীনেই নিজের ১০০ তম টেস্ট খেলতে চলেছেন। যে ম্যাচের বিরাটের ব্যাট থেকে শতরানের আশায় আছেন অনুরাগীরা।