কিয়েভ থেকে উঠল কার্ফু,ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা দূতাবাসের

আজ সকালেই ইউক্রেনের তরফে দাবি করা হয়েছিল যে রাশিয়া সেনার গতি কমে এসেছে। এই পরিস্থিতিতে রাজধানী কিয়েভের উপর জারি কার্ফু প্রত্যাহার করা হয়েছে আজকে। আর এরপরই কিয়েভে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্দেশে নয়া নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। নয়া নির্দেশিকায় বলা হয়েছে যাতে কিয়েভে থাকা ভারতীয় পড়ুয়ারা অবিলম্বে পশ্চিম ইউক্রেনের দিকে যান এবং যাতে কোনও ভাবেই সংঘর্ষের স্থানের দিকে না থাকেন। পশ্চিম ইউক্রেন হয়েই সীমান্ত পার করে পোল্যান্ড বা রোমানিয়ার মতো পড়শি দেশে গিয়ে সেখান থেকে দেশে ফেরার বিমানে উঠতে পারবেন পড়ুয়ারা

এদিকে ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, ইউক্রেনের রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে উদ্ধারকাজের জন্য। এর আগে গত কয়েকদিন ধরে ইউক্রেনে রাশিয়া বোম বর্ষণ করে চলেছিল। রাশিয়ার মিসাইলের হামলায় কিয়েভের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে বহু কিয়েভবাসী বাঙ্কারে আশ্রয় নেন। তবে আজকে কিয়েভে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হওয়ায় কার্ফু তুলে নেওয়া হল।ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইউক্রেনের পড়শি দেশগুলিতে উড়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের চার হেভিওয়েট মন্ত্রী। সেই দেশগুলি থেকে ইউক্রেন সীমান্তে গিয়ে তাঁরা উদ্ধারকাজের তদারকি করবেন। আজ সকালে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিনের বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা। সেই বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি হাঙ্গেরি যাবেন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রোমানিয়া এবং মলদোভা থেকে ভারতীয়দের দেশে ফেরানোর কাজের তদারকি করবেন, আইনমন্ত্রী কিরেন রিজিজু স্লোভেনিয়া এবং সড়ক ও পরিবহণ মন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং পোল্যান্ড সীমান্ত থেকে অপারেশন গঙ্গা পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.