পুরসভা নির্বাচনের পর বাংলা বন্ধ ডেকেছে বঙ্গ–বিজেপি। আর তাতে আমল দিতে নারাজ রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সব পরিষেবা স্বাভাবিক রাথা হবে বলে জানিয়েছিল নবান্ন। আর সোমবার সকাল থেকে দেখা গেল দোকান, বাজার, স্কুল–কলেজ এবং গণপরিবহণ স্বাভাবিক রয়েছে। কোনও প্রভাব পড়েনি বন্ধের। মানুষও রাস্তায় বেরিয়েছেন। ফলে এই বন্ধ সকাল থেকেই কেউ মানলেন না।
আজ, সোমবার সকাল থেকে বনধের কোনও প্রভাব পড়েনি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে। বনধকে প্রতিহত করতে তৎপর ক্যানিং ট্রাফিক পুলিশ। সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা। স্বাভাবিক রয়েছে যান চলাচল। চলছে ট্রেনও। তবে সকাল ৭টা নাগাদ হুগলির স্টেশনে ডাউন বর্ধমান লোকাল আটকে দেয় বনধ সমর্থকরা। ব্যান্ডেল রেল পুলিশ এসে অবরোধ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। পরে হুগলি স্টেশনের টিকিট কাউন্টারে বিক্ষোভ দেখায় বিজেপি।
আবার কোচবিহার পাওয়ার হাউস চৌপথি এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস আটকে বিক্ষোভ দেখালেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে–সহ বিজেপি কর্মী–সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। আর হাওড়া সানপুর মোড়ে অবরোধ করতে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী–সমর্থকের। পুলিশ অবরোধ তুলে দেয়। কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঁটরা থানায়। তবে সকাল থেকে হাওড়া স্টেশনের ছবি এখনও পর্যন্ত স্বাভাবিক।
এই পরিস্থিতিতে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কলকাতায় সকাল ৯টা থেকে বন্ধ কর্মসূচি পালন করবে তারা। আর সাড়ে ৯টায় উত্তর কলকাতায় এই কর্মসূচি শুরু হবে। দক্ষিণে বেছে নেওয়া হয়েছে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড, বেহালা ১৪ নং বাসস্ট্যান্ড, খিদিরপুর মোড় এবং হাজরা মোড়। উত্তর কলকাতায় বড়বাজার এলাকায় মালাপাড়া অঞ্চলে জমায়েত। দুপুর ১টায় মৌলালিতে বিক্ষোভ এবং দুপুর ২টোয় উল্টোডাঙায় বিক্ষোভ দেখানো হবে।