Omicron symptoms: ওমিক্রন নাকি ওমিক্রন BA.2 নাকি অন্য কিছু? এই ১৪টি লক্ষণ দেখলেই সাবধান হবেন

তৃতীয় বছরে পা দিয়ে দিয়েছে করোনার অতিমারি। এখনও করোনার চলে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ এখনও নিরন্তর নিজের রূপ বদলে চলেছে এই ভাইরাসটি। হালের রূপ ওমিক্রনও নিজেকে বদলাচ্ছে। এই অবস্থায় আবার মাথাচাড়া দিচ্ছে ওমিক্রনের নতুন রূপ BA.2। বিজ্ঞানীদের আশঙ্কা এই দুই ওমিক্রন পিছনে ফেলে উঠে আসতে পারে সম্পূর্ণ নতুন কোনও রূপ। 

করোনার এই মিউটেশনের সময়ে প্রত্যেককে সতর্ক থাকতে বলছেন বিজ্ঞানীরা। কোন কোন লক্ষণ দেখলেই সাবধান হবেন?ট্রেন্ডিং স্টোরিজ

ওমিক্রনের প্রথম রূপটির কয়েকটি লক্ষণের সঙ্গে সাধারণ ঠান্ডালাগার বেশ মিল রয়েছে। সেই লক্ষণগুলি দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিজ্ঞানীরা। বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে।

  • গলা খুসখুস
  • কোমরে ব্যথা
  • নাক দিয়ে জল পড়া
  • মাথাধরা
  • ক্লান্তি
  • হাঁচি
  • ঘুমের মধ্যে ঘাম
  • গায়ে ব্যথা

এই লক্ষণগুলির কোনওটিকেই হাল্কভাবে নিতে বারণ করছেন বিজ্ঞানীরা।

কিন্তু এখানেই শেষ নয়। এর মধ্যেই এসে গিয়েছে ওমিক্রন BA.2। সেটির লক্ষণ আবার আলাদা। কী সেই লক্ষণগুলি:

  • বমি বমি ভাব
  • পেটের গণ্ডগোল
  • বমি হওয়া
  • পেটে ব্যথা
  • পেট এবং বুকের মাঝে ব্যথা
  • পেটে ফোলা ভাব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে, এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হতে হবে। কারণ ওমিক্রন এবং ওমিক্রন BA.2-এর প্রধান উপসর্গ এগুলিই।

আগামী দিনে করোনার নতুন কোনও রূপ আসতেই পারে। তখন উপসর্গের পরিবর্তনও হতে পারে। তার আগে পর্যন্ত সতর্ক থাকতে হবে ওমিক্রন সম্পর্কেই। কারণ একবার ওমিক্রন সংক্রমণ হলেও খুব অল্প দিনের মধ্যে আবারও এই জীবাণুটি সংক্রমণের কারণ হয়ে দাঁড়াতে পারে। সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ ব্যবস্থা বা টিকা থেকে পাওয়া অ্যান্টিবডি এখনও পর্যন্ত ওণিক্রনের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.