যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়তে হুড়োহুড়ি লেগে গিয়েছে। সেদেশে বসবাসর ভারতীয় ও বিভিন্ন দেশের মেডিক্যাল পড়ুয়া তো বটেই, বহু ইউক্রেনিয়ানরাও দেশ ছাড়ছেন। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, যুদ্ধ শুরুর ৩ দিনের মধ্যেই ৩ লক্ষ ৬৫ হাজার জন দেশ ছেড়েছেন। তবে এক ভারতীয় পড়ুয়া মানবতার পরিচয় দিয়ে ইউক্রেন ছাড়তে অস্বীকার করলেন। ১৭ বছর বয়সি এই তরুণী তাঁর সাহসের জন্য অনেকের মন জয় করেছেন।
হরিয়ানার এক ভারতীয় তরুণী ইউক্রেনে পড়াশোনা করতে গিয়েছিলেন। নেহা নামক সেই তরুণী যেই বাড়িতে থাকতেন, সেই বাড়ির মালিক নিজের দেশকে রক্ষা করতে হাতে বন্দুক তুলে নিয়েছেন। আর যুদ্ধের সময় সেই বাড়ির মালিকের তিন সন্তানের দেখভাল করতে ইউক্রেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের সেই তরুণী।ট্রেন্ডিং স্টোরিজ
নেহার বাবা ভারতীয় সেনায় ছিলেন। দুই বছর আগে তিনি মারা যান। সেই বছরই নেহা মেডিক্যাল পড়তে ইউক্রেনে পাড়ি দেন। দেশ ছাড়ার সুযোগ পেলেও নেহা তাঁর বাড়ির মালিকের তিন সন্তানকে একা ফেলে আসতে অস্বীকার করেন। বর্তমানে কিয়েভের এক বাঙ্কারে সেই বাড়ির মালিকের সন্তানদের সঙ্গে রয়েছেন নেহা।
নেহার মায়ের বন্ধু এই বিষয়ে জানান, বাড়ির মালিকের ছেলেমেয়েদের সঙ্গে জড়িয়ে পড়েন নেহা। যুদ্ধ যখন আসন্ন, তখনই তিনি দেশ ছাড়ার পরামর্শ পেয়েছিলেন। তাঁর মা তাঁর মেয়েকে ইউক্রেন থেকে দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য প্রচুর প্রচেষ্টা করেছিলেন। অবশেষে নেহা রোমানিয়া পার হওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি এই সংকটময় সময়ে সেই বাড়ির মালিকের পরিবারকে ত্যাগ করতে অস্বীকার করেন।