‘জীবন কঠিন হয়ে উঠলে এই দিনটা মনে করবেন….’। বুখারেস্ট থেকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বিমান ছাড়ার আগে এমনই মন্তব্য করলেন রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত রাহুল শ্রীবাস্তব। যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
ইউক্রেনে আটকে থাকা ২১৯ জন ভারতীয়কে নিয়ে শনিবার রোমানিয়ার বুখারেস্ট থেকে উড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই বিমান ছাড়ার আগে আসেন রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত রাহুল। এয়ার ইন্ডিয়ার পাইলট এবং ক্রু’দের ধন্যবাদ জানান। ভারতীয়দের উদ্দেশে বিশেষ বার্তা দেন। যাঁরা এখনও ইউক্রেনে আছেন, তাঁদের আশ্বস্ত করার আর্জি জানান।
রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘আমি জানি, আপনাদের দীর্ঘ এবং কঠিন যাত্রা করতে হয়েছে। আপনারা দেশের উদ্দেশে উড়ে যাওয়ার আগে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা ভাগ করে নিই। বাড়িতে ফেরার যাত্রার শেষ পর্যায়ে আছেন আপনারা। যেখানে আপনাদের পরিবারের সদস্যরা দু’হাত খুলে অপেক্ষা করছেন। সেখানে পৌঁছানোর তাঁরা আপনাদের জড়িয়ে ধরবেন। আলিঙ্গন করবেন। আপনারা যখন আপনাদের, আমাদের মাতৃভূমিতে পৌঁছে যাবেন, তখন মনে রাখবেন যে আপনাদের বন্ধুরা এখনও এখানে (ইউক্রেনে) আছেন। যাঁরা দেশে ফেরার অপেক্ষায় আছেন। তাঁদের বলবেন এবং আশ্বস্ত করবেন যে সবাইকে উদ্ধার করার জন্য পুরো ভারত সরকার দিনরাত কাজ করছেন। যতক্ষণ না ইউক্রেন থেকে শেষ ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে, ততক্ষণ আমাদের মিশন শেষ হবে না।
গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছে রাশিয়া। তারপর থেকেই ইউক্রেনে ‘যুদ্ধ’ শুরু হয়েছে। যাত্রীবাহী বিমানের জন্য বন্ধ হয়ে গিয়েছে ইউক্রেনের আকাশসীমা। সেই পরিস্থিতিতে স্থলপথে বিকল্প রুট চিহ্নিত করে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের রোমানিয়া, পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশে আনছে নয়াদিল্লি। সেখান থেকে দেশে ফেরানো হচ্ছে তাঁদের। ইউক্রেনের সেই আতঙ্কের পরিবেশ কাটিয়ে দেশে ফিরছেন তাঁরা। বিমান ওড়ার আগে রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘এই দিনটা মনে রাখবেন – ২৬ ফেব্রুয়ারি। যখনই জীবনে মনে হবে যে কোনও কিছু কঠিন হয়ে গিয়েছে, কিছু ঠিকভাবে হচ্ছে না, এই দিনটার কথা মনে রাখবেন।’