শুক্রবারই মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। মুম্বইয়ের নিষিদ্ধপল্লী কামাঠিপুরার কর্ত্রী হিসাবে এই ছবিতে আলিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্স নজর কাড়ছে সবার। কিন্তু ছবি মুক্তির আগে থেকেই ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র নিন্দে-মন্দ করতে উঠে পড়ে লেগেছিলেন কঙ্গনা, এমনকি আলিয়াকে ব্যক্তিগত নিশানা শানিয়েছেন তিনি। ‘রম-কম বিম্বো’, ‘পাপা কি পরী’র মতো শব্দবাণে আলিয়াকে আক্রমণ করেন ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত।
হিন্দুস্তান টাইমসের ‘অউর বাতাও’ অনুষ্ঠানে আরজে স্তুস্তিকে অভিনেত্রী জানান গঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে তাঁর চরিত্রটি এতটাই শক্তিশালী যে সেটার মান্যতা অন্য কারুর থেকে পাওয়ার দরকার নেই। আলিয়ার কথায়, ‘আমার মনে কোনও নেতিবাচকতা নেই, কারুর বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই’। ট্রেন্ডিং স্টোরিজ
আলিয়া আরও বলেন, ‘আমি এমন একজন মানুষ যে জীবনে অনেক সময় ব্যয় করে ভিন্ন ভিন্ন রকমের এনার্জির সঙ্গে নিজেকে একাত্ম করতে। আমার দিন যতই খারাপ যাক, যখন আমি কারুর সঙ্গে দেখা করি আমি চেষ্টা করি হাসিখুশি থাকবার, পজিটিভ থাকবার। কারণ আমার মনে হয় একটাই জীবন, সেটা আলোয় ভরিয়ে তোলা উচিত। যদি নেতিবাচকতা থাকে, কেউ ট্রোল করে অথবা আমাকে নিয়ে খারাপ কথা বলে- সেটা কিন্তু আমার কাছে পৌঁছায় না’।
সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে আলিয়াকে দেখা গিয়েছে এক যৌনকর্মী হিসাবে। যে পরবর্তী সময়ে মুম্বইয়ের পতিতাপল্লী কামাঠিপুরার হর্তাকর্তা বিধাতায় পরিণত হন। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, শান্তনু মহেশ্বরী, বিজয় রাজের মতো অভিনেতারা।
গত সপ্তাহে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা-চওড়া পোস্ট করেন কঙ্গনা। লিখেছিলেন, ‘একজন মুভি মাফিয়া বাবার ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরীর কারণে আগামী সপ্তাহে দু’শ কোটি টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এদের চাপে পড়ে বহু পরিচালক ও স্টারদের ভুল কাস্ট সিলেক্ট করতে হয়েছে। এবারও ঠিক তেমনটাই হল, আগামী শুক্রবার ছবি মুক্তিতেই এমনই ছবি উঠে আসবে, যেখানে এক ক্রিয়েটিভ পরিচালক ও একজন বড় অভিনেতাকে কীভাবে এই পরিস্থিতির শিকার হতে হল, দেখা যাবে।’
মূলত আলিয়া ভাটকে প্রকাশ্যে নিজের মেয়ে বলে দাবি করে থাকেন করণ জোহর। তাঁর হাত ধরেই আলিয়ার বলিউড সফর শুরু। নাম না করেই ‘মুভি মাফিয়া’ হিসাবে করণকে ফের তুলোধনা করেন কঙ্গনা, পাশাপাশি ‘ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরী’ হিসাবে আক্রমণ শানান আলিয়াকে। কঙ্গনার এই আক্রমণের জবাব কলকাতায় এসে শ্রীকৃষ্ণের গীতার বাণীর মাধ্যমে দিয়েছিলেন আলিয়া। বলেছিলেন, ‘গীতায় লেখা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন স্থবিরতার মধ্যে আসলে গতি রয়েছে’।