Ranji Trophy: রঞ্জিতে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি IPL-এর আঙিনা থেকে দূরে থাকা দুই অভিজ্ঞ তারকার

আইপিএলের আঙিনা থেকে দূরে থাকা দুই অভিজ্ঞ ক্রিকেটার রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টপকে গেলেন ডাবল সেঞ্চুরির গণ্ডি। ৩৪ বছরে পা দিতে চলা বিদর্ভের টপ অর্ডার ব্যাটসম্যান গণেশ সতীশ কেরিয়ারের শততম ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নামেন। মাইলস্টোন ম্যাচে তাঁর সামনে ট্রিপল সেঞ্চুরি করার হাতছানি ছিল। যদিও সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। অন্যদিকে সৌরাষ্ট্রের ৩২ বছর বয়সী অল-রাউন্ডার চিরাগ জানি অনবদ্য দ্বিশতরান করেন ওড়িশার বিরুদ্ধে।

গণেশ সতীশ ২৭৫: মহারাষ্ট্রের বিরুদ্ধে এলিট জি-গ্রুপের ম্যাচের প্রথম ইনিংসে বিদর্ভের সতীশ ২৭৫ রান করে আউট হন। ৪৮২ বলের ইনিংসে তিনি ৩৩টি চার ও ৫টি ছক্কা মারেন। বিদর্ভ প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৫৬৯ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। অক্ষয় ওয়াদকর ১৪৫ রান করে অপরাজিত থাকেন।ট্রেন্ডিং স্টোরিজ

চিরাগ জানি ২৩৫: ওড়িশার বিরুদ্ধে এলিট ডি-গ্রুপের ম্যাচের প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের চিরাগ ২৩৫ রান করে আউট হন। ৩৭৩ বলের ইনিংসে তিনি ৩৩টি চার ও ৪টি ছক্কা মারেন। সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৫০১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ৭৫ রান করেন শেল্ডন জ্যাকসন।

এছাড়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বড় ইনিংস খেলেছেন গুজরাটের হেত প্যাটেল, পঞ্জাবের মনদীপ সিংরা। প্যাটেল কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৫ রান করে আউট হন। মনদীপ হরিয়ানার বিরুদ্ধে ১৫৯ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.