1/7বিস্ফোরণে জ্বলছে খরকিভ থেকে কিয়েভ। সেদেশের আকাশে যুদ্ধের কালো ধোঁয়া, আর মাটিতে রণাঙ্গনের রক্ত। ইউক্রেনে রুশ হামলার দ্বিতীয় দিনে ঠিক এমনই ছবি উঠে আসছে। ইউরোপের বুকে রাশিয়ার এই হামলা যে শুধু দুই দেশের মানুষের উদ্বেগ বাড়িয়েছে তা নয়। ‘যুদ্ধ’ নিজের সূত্র মেনে গোটা বিশ্বকে আতঙ্কে রেখেছে। ইতিমধ্যেই অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধের কালো মেঘ প্রভাব ফেলেছে শেয়ার বাজারের লাল রেখায়। বিশেষজ্ঞরা বলছেন, এখানেই শেষ নয়। পুতিনের রাশিয়ার এই হামলা প্রভাব ফেলতে পারে সুদূর ভারতের কোনও এক খেটে খাওয়া মজুরের সংসার থেকে বিলাসী অট্টালিকার হেঁশেলে। প্রভাব পড়তে পারে মধ্যবিত্তের পকেটে। কারণ ইউক্রেন ও রাশিয়ার এই সংঘাতের ফলে বেড়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম। যে দাম বেড়ে যাওয়ার ঘটনা অবিশ্যম্ভাবী। প্রভাব পড়তে পারে এলপিজির দামেও। ছবি সৌজন্য- AP/PTI( (AP)
2022-02-25