ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান রোখার আবেদন জানিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই রাশিয়াকে সামরিক অভিযানে বিরত থাকার জন্য অনুরোধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৎপর হওয়ার অনুরোধ জানিয়েছিলেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুতিনকে ফোন করে আলোচনার পথে সমস্যার সমাধানের অনুরোধ করলেন মোদী।
এদিনের ফোনালাপে ইউক্রেন নিয়ে রাশিয়ার অবস্থান মোদীকে জানান পুতিন। জবাবে মোদী বলেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। যাবতীয় হিংসা অবিলম্বে বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেছেন মোদী। সমস্যার সমাধানে সমস্ত পক্ষকে কূটনৈতিক পথ অবলম্বনের অনুরোধ করেছেন তিনি।ট্রেন্ডিং স্টোরিজ
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সেদেশে অবস্থিত ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারতীয়দের ইউক্রেন ত্যাগে নিরাপদ পথ করে দিতে পুতিনকে অনুরোধ করেছেন মোদী।
বলে রাখি, ইউক্রেনে ন্যাটোর ক্ষমতাবৃদ্ধি রুখতে বৃহস্পতিবারই সেদেশে আনুষ্ঠানিক ভাবে রুশ সেনা অভিযানের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। ইতিমধ্যে রুশ সীমান্ত লাগোয়া ইউক্রেনের ২ প্রদেশ ডনাস্ক ও লুহাস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন তিনি। ২ দেশের সার্বভৌমত্ব রক্ষায় রুশ সেনা সেদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন তিনি।