শ্রাবণধারায় রবীন্দ্রস্মরণ রাজ্যজুড়ে

আজ বাইশে শ্রাবণ, কবির প্রয়াণতিথি। অবিরাম বৃষ্টিতে রাজ্যজুড়ে তাঁর প্রয়াণতিথি পালন করা হচ্ছে৷ এদিন শান্তিনিকেতনে উপাসনা গৃহে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কবিকে স্মরণ করলেন ছাত্রছাত্রীরা৷

অঝোর ঝরা শ্রাবণের এমন একটা দিনে রবীন্দ্রনাথ বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে। আজ উনআশি বছর পরেও, সেই বিষাদ সঙ্গীতের মূর্ছনা শান্তিনিকেতন–‌শ্রীনিকেতন তথা বোলপুরবাসীদের কাছে এই দিনটির একটি স্বতন্ত্র তাৎপর্য ও মাত্রা আছে।এদিন ভোরে গৌর প্রাঙ্গনে বৈতালিকে যোগ দেন ছাত্রছাত্রীরা৷ গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন তাঁরা৷

সকাল সাতটায় রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কবিকে স্মরণ করা হয়৷ প্রতিবারের মতো এবারও এই দিনটিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্বভারতীতে৷ বিকেলে সেখানে বৃক্ষরোপণ করা হবে৷ জোড়াসাঁকোতেও আজ সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে৷

রাজ্য সরকারের পক্ষ থেকেও আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছ৷ সকালে নিমতলা ঘাটে কলকাতা পুরসভার পক্ষ থেকে কবির প্রয়াণ দিবস পালন করা হয়৷ সেখানে কবির সমাধিতে শ্রদ্ধা জানন মেয়র ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন মালা রায় প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.