IPL 2022: কেউ ঘরের মাঠে খেলবে না, মুম্বই কেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে? আপত্তি জানাল একাধিক দল, রিপোর্ট

আইপিএলের সূচি এখনও ঘোষিত হয়নি। তবে মার্চের শেষ সপ্তাহ থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নতুন মরশুম শুরু হবে, এটা কার্যত নিশ্চিত। আইপিএলের সূচি নির্ধারণ বিসিসিআইয়ের জন্য ততটা চ্যালেঞ্জের হবে না, যতটা ম্যাচ কেন্দ্র বেছে নেওয়ার ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

আপাতত শোনা যাচ্ছে যে, বিসিসিআই গোটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে মুম্বইয়ে। এক্ষেত্রে ওয়াংখেড়ে ছাড়া ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ব্যবহারের কথা ভেবে রেখেছে বোর্ড। প্র্যাক্টিস মাঠ হিসেবে রিলায়েন্স স্টেডিয়াম এবং বান্দ্রা কুর্লা কমপ্লেক্সকেও ব্যবহার করা হতে পারে।ট্রেন্ডিং স্টোরিজ

সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। আসলে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি চায় না মুম্বই ইন্ডিয়ান্স তাদের হোম গ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রচুর ম্যাচ খেলুক। কেননা বাকি দলগুলি যখন হোম গ্রাউন্ডের সুবিধা পাবে না, তখন মুম্বই ইন্ডিয়ান্স একা কেন সেই সুবিধা ভোগ করবে, বোর্ডের কাছে এমন প্রশ্ন তুলেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

এক ফ্র্যাঞ্চইজি সূত্র এপ্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘অন্য কোনও দল হোম গ্রাউন্ডের সুবিধা পাবে না। তাই মুম্বই ইন্ডিয়ান্স যদি দীর্ঘদিন ধরে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করা ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনেক ম্যাচ খেলার সুযোগ পায়, সেটা অন্যায় হবে। অন্য ফ্র্যাঞ্চাইজিরা প্রশ্ন তুলেছে। ডিওয়াই পাতিল, পুণে বা ব্র্যাবোর্ন স্টেডিয়ামেও মুম্বই অনেক ম্যাচ খেললে অন্য ফ্র্যাঞ্চাইজিদের আপত্তি নেই। আশা করি বিসিসিআই এই বিষয়টায় নজর দেবে।’

উল্লেখ্য, আইপিএল ২০২১-এর প্রথমার্ধে বিসিসিআই এমন সূচি নির্ধারিণ করেছিল যে, কোনও দলই ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগ পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.