লোকেশ রাহুল দল ছাড়ার পর থেকেই পঞ্জাব কিংসের নতুন ক্যাপ্টেন কে হতে পারেন, জোর জল্পনা চলছিল সে বিষয়ে। পঞ্জাবের ধরে রাখা দুই ক্রিকেটারের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল নেতৃত্বের যোগ্য দাবিদার। রাহুলের অনুপস্থিতিতে ইতিমধ্যেই পঞ্জাবকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
তবে নিলাম থেকে দল ঢেলে সাজানোর পর পঞ্জাবকে নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটারের নাম সামনে আসে, যাঁদের মধ্যে শিখর ধাওয়ান অন্যতম। ধাওয়ান ইতিমধ্যে জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবেই ধাওয়ান অথবা মায়াঙ্কের মধ্যেই পঞ্জাব নতুন নেতা হিসেবে কাউকে বেছে নিতে পারে বলে মনে করা হচ্ছিল।ট্রেন্ডিং স্টোরিজ
নিলামের পর পঞ্জাবের মালিকপক্ষের তরফে ইঙ্গিত মিলেছিল মায়াঙ্ককে নতুন নেতা করার। অবশেষে সেই পথেই হাঁটছে ফ্র্যাঞ্চাইজি। নতুন মরশুমে মায়াঙ্কের হাতেই উঠতে চলেছে পঞ্জাব কিংসের নেতৃত্ব। সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএলের এক সূত্র জানিয়েছেন, চলতি সপ্তাহেই পঞ্জাব কিংসের নতুন ক্যাপ্টেন হিসেবে মায়াঙ্কের নাম ঘোষণা করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বলেন, ‘যা সম্ভাবনা, তাতে মায়াঙ্ককেই ক্যাপ্টেন করা হবে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই পরের দিকে ঘোষণা করা হতে পারে। ধাওয়ান স্কোয়াডে দারুণ সংযোজন। নিলামে সমসময়ই ও দলের ব়্যাডারে ছিল। ধাওয়ান চ্যাম্পিয়ন প্লেয়ার। তবে লোকেশ রাহুল দল ছাড়ার পর থেকে ফ্র্যাঞ্চাইজি মায়াঙ্ককেই ক্যাপ্টেন করতে আগ্রহী।’
এবার বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিকে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হতো। দু’টি নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আমদাবাদ ইতিমধ্যেই লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন নির্বাচিত করেছে। কেকেআর শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করেছে নতুন নেতা হিসেবে। পঞ্জাব কিংস ও আরসিবিকে বেছে নিতে হবে নতুন ক্যাপ্টেন।