রাশিয়ার এক ঘোষণায় হুলুস্থুলু পড়ে গেল বিশ্ব বাজারে। ভারতেও বাজার খোলার পরেই বড়সড় পতনের মুখে পড়েছে সেনসেক্স। নেমে গিয়েছে ১,৪২৮.৩৪ পয়েন্ট। একই পরিস্থিতির মুখে পড়েছে নিফটি। বাজার খোলার পরই ৫১৪.৩৫ পয়েন্ট পড়ে গিয়েছে শেয়ার বাজারের সূচক।
বৃহস্পতিবার বাজার খোলার কিছুটা আগেই ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেন রাশিযার ভ্লাদিমির পুতিন। সেই ঘোষণার জেরে বাজার খোলার পরেই রক্তক্ষরণ হয় সেনসেক্সের। নেমে যায় ৫৬,০০০ পয়েন্টের নীচে। নিফটির ক্ষেত্রেও অন্যথা হয়নি। তিন শতাংশের বেশি পতনের সাক্ষী থেকেছে নিফটি। নেমে গিয়েছে ১৬,৫৫০ পয়েন্টের নীচে।ট্রেন্ডিং স্টোরিজ
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-এর পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে অধিকাংশ বড় সংস্থা। পড়েছে অধিকাংশ সংস্থার শেয়ার। সকাল ৯ টা ২৭ মিনিটের পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি ধাক্কা খেয়েছে টাটা স্টিল। যে সংস্থার শেয়ার ৩.৮১ শতাংশ পড়ে গিয়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) এবং টাইটানের শেয়ার পড়েছে যথাক্রমে ২.৯১ শতাংশ এবং ১.৭৩ শতাংশ। ভারতীয় এয়ারটেল, মারুতি, উইপ্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাঙ্কের যথাক্রমে ৩.৩৬ শতাংশ ২.৬৭ শতাংশ ২.৮ শতাংশ, ২.৮ শতাংশ এবং ২.৮৩ শতাংশ শেয়ার পড়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ছ’টার কিছুটা আগে (স্থানীয় সময়) টেলিভিশন বার্তায় পুতিন বলেন, ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।’ ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছাড়ার বার্তা দেওয়ার পাশাপাশি আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে পুতিন হুঁশিয়ারি দেন, যে দেশ সেই ‘সামরিক অভিযানে’ হস্তক্ষেপ করবে, তাদের ফল ভুগতে হবে। তিনি অভিযোগ করেন, ইউক্রেনকে ন্যাটোয় যোগদান থেকে বিরত করার যে দাবি করছিল ক্রেমলিন, তাতে কোনও ভ্রূক্ষেপ করেনি আমেরিকা এবং বন্ধু রাষ্ট্রগুলি। সেই পরিস্থিতিতে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করলেও ইউক্রেন দখলের কোনও অভিপ্রায় নেই বলে দাবি করেছেন পুুতিন।