এ বারের আইপিএল নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। এই উত্তেজনার বাড়তি কারণ হল, আট দলের পরিবর্তে দশ দলে হবে এই টুর্নামেন্ট। ক্রিকবাজের খবর, আইপিএলের ৫৫ ম্যাচ হতে পারে মুম্বইয়ে। আর ১৫টি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে পুণেতে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম – এই তিনটি ভেন্যুতে ৫৫টি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবং পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে খবর।ট্রেন্ডিং স্টোরিজ
আরও জানা গিয়েছে, সমস্ত দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চারটি করে এবং ব্র্যাবোর্ন ও পুণেতে তিনটি করে ম্যাচ খেলতে পারে।
ক্রিকবাজের রিপোর্ট, আইপিএলের শুরুর জন্য দু’টি তারিখ নিয়ে আলোচনা চলছে। ২৬ মার্চ, শনিবার হল অফিসিয়াল ব্রডকাস্টারের পছন্দের তারিখ। আর অন্য বিকল্প তারিখটি হল ২৭ মার্চ।
তবে যা খবর, আইপিএল যবেই শুরু হোক, ২৯ মে রবিবার শেষ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্লে অফের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও নির্ধারিত হয়নি। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।