ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হিমাচল প্রদেশের উনার এক বাজি কারখানা। ঘটনার জেরে ইতিমধ্যেই মৃতে সংখ্যা বেড়ে ৭ জনের মৃত্যুর খবর এসেছে। ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। উনার বাথু শিল্পতালুকে এমন ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে , হতাহতের মধ্যে বেশিরভাগই ছিলেন পরিযায়ী শ্রমিক।
জানা গিয়েছে উনার ডেপুটি কমিশনার রাঘব শর্মা ঘটনাস্থলে গিয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রমে এনে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর বন্দোবস্ত করছে প্রশাসন। এদিকে, শ্রমিকদের মৃত্যুর জেরে স্বভাবতই এলাকায় আর্তনাদ শোনা যাচ্ছে। আপাতত পুলিশ নেমেছে উদ্ধার কাজে। উল্লেখ্য, আহতদের বেশিরভাগকেই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে, মৃতরা অগ্নিদগ্ধ হয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন। জানা গিয়েছে, বিস্ফোরমের ফলে অগ্নিকাণ্ডের জেরেই এমন ঘটনা ঘটেছে।ট্রেন্ডিং স্টোরিজ
সূত্রের খবর, কারখানায় বাজি তৈরির সময়ই এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে। মুহূর্তে ৭ জন শ্রমিকের মৃত্যু হয়। ১০ জন সঙ্গে সঙ্গেই আহত হয়ে পড়েন। তবে কীভাবে আগুন লেগেছে বা বিস্ফোরণের নেপথ্যে কোন কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন থাকছেই। সেদিক থেকে কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।