জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করেছে কেন্দ্র, সেই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৩৭০ ধারা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। একদিকে বিরোধীরা যেমন সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে তৎপর পাকিস্তান।
বুধবার ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। এমনকি তারা জানিয়েছে, নয়াদিল্লির এই সিদ্ধান্তের জন্য ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন, তারা কালো দিবস পালন করবে। এছাড়া কাশ্মীর প্রসঙ্গে ভারতের এই অবস্থানের জন্য রাষ্ট্রসঙ্ঘে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইমরান খান সরকার।
পাকিস্তানের এই অবস্থানের জন্য ভারত কি পদক্ষেপ নেয় বা কূটনৈতিক মহলে পাকিস্তানকে কতটা চাপে ফেলতে পারে। সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী। আবার কাশ্মীর নিয়ে সরকারের এই পদক্ষেপের সুফল তাও দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সবমিলিয়ে আজ প্রধানমন্ত্রীর ভাষণের দিকে তাকিয়ে রয়েছে দেশসহ সারা বিশ্বের কূটনৈতিক মহল।