এই প্রথম তিন চাঁদ-সহ গ্রহাণুর হদিশ পেলেন বিজ্ঞানীরা! কোথায় অবস্থিত?

1/5এই প্রথম তিন চাঁদসহ গ্রহাণুর হদিশ পেলেন বিজ্ঞানীরা

গ্রহাণুটির নাম— ‘১৩০ ইলেক্ট্রা’।  প্রতীকী ছবি : রয়টার্স  (REUTERS)
2/5গ্রহাণুটির নাম— ‘১৩০ ইলেক্ট্রা’।  প্রতীকী ছবি : রয়টার্স  (REUTERS)
কৃতিত্ব থাইল্যান্ডের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের জ্যোতির্বিজ্ঞানীদের। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। প্রতীকী ছবি : নাসা (NASA)
3/5কৃতিত্ব থাইল্যান্ডের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের জ্যোতির্বিজ্ঞানীদের। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। প্রতীকী ছবি : নাসা (NASA)
১৩০ ইলেক্ট্রা গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতির মাঝে গ্রহাণুপুঞ্জে অবস্থিত।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার @AsteroidWatch) (Twitter)
4/5১৩০ ইলেক্ট্রা গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতির মাঝে গ্রহাণুপুঞ্জে অবস্থিত।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার @AsteroidWatch) (Twitter)
গ্রহাণুটি অবশ্য আগেই আবিষ্কৃত হয়েছিল। তার দুটি উপগ্রহেরও হদিশ মিলেছিল। কিন্তু সম্প্রতি তার তৃতীয় উপগ্রহেরও খোঁজ পেলেন গবেষকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @SOFIAtelescope) (Twitter)
5/5গ্রহাণুটি অবশ্য আগেই আবিষ্কৃত হয়েছিল। তার দুটি উপগ্রহেরও হদিশ মিলেছিল। কিন্তু সম্প্রতি তার তৃতীয় উপগ্রহেরও খোঁজ পেলেন গবেষকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @SOFIAtelescope) (Twitter)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.