ট্রেনে কম্বল-বালিশ দেওয়া হবে? রেলমন্ত্রীর ঘোষণা পরও দোটানায় ভারতীয় রেল

1/5‘ট্রেনে শীঘ্রই বেড রোল, লিনেন সরবরাহ শুরু করা হবে,’ জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু তাঁর কথার সঙ্গে রেল আধিকারিকদের কথার মিল নেই। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

রেলের আধিকারিকরা বলছেন, 'এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।' ফাইল ছবি : এএনআই (ANI)
2/5রেলের আধিকারিকরা বলছেন, ‘এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’ ফাইল ছবি : এএনআই (ANI)
ফলে এখনও রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে মিলছে না বালিশ, কম্বল, চাদর। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
3/5ফলে এখনও রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে মিলছে না বালিশ, কম্বল, চাদর। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
https://1eec400406060e91ace8975df0478e42.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
করোনা পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি কমাতে এগুলি দেওয়া বন্ধ করেছিল ভারতীয় রেল।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT Photo)
4/5করোনা পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি কমাতে এগুলি দেওয়া বন্ধ করেছিল ভারতীয় রেল।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT Photo)
একইভাবে প্যান্ট্রিকারের রান্না করা মিল-ও বন্ধ ছিল করোনাকালে। তবে করোনা পরিস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। ফের ধীরে ধীরে প্যান্ট্রিকার পরিষেবা দেওয়া হচ্ছে। একইভাবে বালিশ-কম্বল-বেডরোলেরও আশা করছেন যাত্রীরা। (ছবি সৌজন্যে এএনআই) (Anil Shinde/ANI)
5/5একইভাবে প্যান্ট্রিকারের রান্না করা মিল-ও বন্ধ ছিল করোনাকালে। তবে করোনা পরিস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। ফের ধীরে ধীরে প্যান্ট্রিকার পরিষেবা দেওয়া হচ্ছে। একইভাবে বালিশ-কম্বল-বেডরোলেরও আশা করছেন যাত্রীরা। (ছবি সৌজন্যে এএনআই) (Anil Shinde/ANI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.